ওয়াশিংটন: মার্কিন মুলুকের সরকারি বন্ডে ভারতের বিনিয়োগ রেকর্ড পরিমাণ ছুঁল। সদ্যপ্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরের শেষে ইউএস সিকিউরিটিজে ভারতের হোল্ডিংয়ের পরিমাণ ১৪৫.১ বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে। এখনও পর্যন্ত যা সর্বোচ্চ।


মার্কিন ট্রেজারি দফতরের পেশ করা তথ্যানুসারে, গত অগাস্ট মাসে ভারতের দখলের পরিমাণ ছিল ১৩৮.৯ বিলিয়ন। অর্থাৎ, একমাসে তা ৬ বিলিয়ন বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে হোল্ডিংয়ের পরিমাণের ভিত্তিতে তালিকায় ১১তম রয়েছে ভারত।


প্রকাশিত তথ্য অনুযায়ী, এটিই ভারতের সর্বোচ্চ হোল্ডিং। জানুয়ারিতে ভারতের হোল্ডিংয়ের পরিমাণ ১১৩.৭ বিলিয়ন মার্কিন ডলার। গত ৮ মাসে তা ৩১.৪ বিলিয়ন ডলার বেড়েছে।


সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে রয়েছে চিন। তাঁদের হোল্ডিংয়ের পরিমাণ ১.১৮০৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। তাদের দখলের পরিমাণ ১.০৯৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। এরপর যথাক্রমে রয়েছে আয়ারল্যান্ড, ব্রাজিল, কেম্যান আইল্যান্ডস।