রাষ্ট্রপুঞ্জ: কোন দেশের মানুষ কতটা সুখী, এই মাপকাঠিতে গত বছরের তুলনায় সাত ধাপ পতন হল ভারতের। আজ 'বিশ্ব সুখ দিবসে' প্রকাশিত হয়েছে রাষ্ট্রপুঞ্জের সুখী দেশ সংক্রান্ত রিপোর্ট। সেই রিপোর্টে গত বছর ১৩৩ নম্বরে থাকলেও, এবার ১৫৬টি দেশের মধ্যে ১৪০-তম স্থান পেয়েছে ভারত। পাকিস্তান (৬৭), চিন (৯৩), বাংলাদেশও (১২৫) ভারতের চেয়ে এগিয়ে। টানা দ্বিতীয়বার এক নম্বরে ফিনল্যান্ড।


নাগরিকদের আয়, ব্যক্তি স্বাধীনতা, সরকারের উপর আস্থা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, সামাজিক সাহায্য ও মহত্বের বিচারে সুখী দেশগুলির সূচক তৈরি করা হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, গত কয়েক বছরে সারা বিশ্বেই সুখী মানুষের সংখ্যা কমছে। মানুষের মধ্যে ভীতি, দুঃখ, ক্রোধ বাড়ছে। সবচেয়ে অসুখী দক্ষিণ সুদানের নাগরিকরা। আফগানিস্তান নীচের দিক থেকে তিন নম্বরে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯ নম্বরে।