নয়াদিল্লি: এবার খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই সন্ত্রাসবাদী বলে বসলেন পাক বিদেশমন্ত্রী খাজা আসিফ।


বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ অল্পদিন আগে রাষ্ট্রসঙ্ঘে মন্তব্য করেন, পাকিস্তান জঙ্গি রফতানির সর্বশ্রেষ্ঠ কারখানা। তার জবাব দিতে গিয়ে পাক সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেছেন, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে সুষমা স্বরাজ আমাদের বিরুদ্ধে সন্ত্রাস সরবরাহের অভিযোগ এনেছেন। অথচ তাঁর দেশের প্রধানমন্ত্রীই একজন জঙ্গি, তাঁর হাতে গুজরাটের মুসলিমদের রক্ত লেগে রয়েছে।

তাঁর আরও সংযোজন, আরএসএস, একটা জঙ্গি সংগঠন ভারত শাসন করছে।

গত সপ্তাহেই অবশ্য আসিফ নিজেই স্বীকার করেন, ২৬/১১-র মাস্টার মাইন্ড হাফিজ সইদকে পাকিস্তানে আশ্রয় দেওয়া ও সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোর সুযোগ দেওয়া তাঁদের পক্ষে দায় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সইদ, লস্কর ই তৈবা পাকিস্তানের দায়, তা স্বীকার করছেন তিনি কিন্তু সেই দায় ঝেড়ে ফেলতে আরও সময় লাগবে। হাফিজ সইদের মত জঙ্গি সৃষ্টির দায়ও আমেরিকার ঘাড়ে চাপিয়ে দেন তিনি। তাঁর কথায়, সইদের জন্য আমাদের দুষবেন না। ২০ বছর আগেও এই লোকগুলো আপনাদের ঘরের লোক ছিল। এদের সঙ্গে হোয়াইট হাউসে খানাপিনা চলত আপনাদের। অথচ এখন বলছেন, গো টু হেল, পাকিস্তান।