ফ্লোরিডা ও বেইরুট: আর জল্পনা, অনুমান নয়, অরল্যান্ডোর সমকামী নাইট ক্লাবে হামলার পিছনে তারাই, এবার সরাসরি জানিয়ে দিল খোদ ইসলামিক স্টেট (আইএস)-ই। গতকাল ৯/১১-র সন্ত্রাসবাদী হামলার পর মার্কিন মুলুকে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ, নৃশংস হত্যালীলা নায়ক ওমর মতিন তাদেরই লোক, এও জানিয়েছে সন্ত্রাসবাদের মানচিত্রে নিত্যনতুন হিংস্রতার নজির তৈরি করে চলা সংগঠনটি। রেডিও বুলেটিনে তাকে ‘খলিফার সেনাদের একজন’ আখ্যা দিয়েছে তারা। বলেছে, ফ্লোরিডার অরল্যান্ডোর নাইটক্লাবে বিধর্মীদের জমায়েতে ঢুকে শতাধিককে হতাহত করেছে ওমর মতিন। ওকে ঈশ্বরই হামলা করার অনুমতি দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালেই সিরিয়া ও ইরাকের খলিফার শাসন জারি করেছে আইএস।
নাইটক্লাবে বন্দুকবাজ ওমর মতিনের বাবা স্বীকার করছেন না। কিন্তু পুলিশ মনে করছে, এক মার্কিন আত্মঘাতী বোমারুর সঙ্গে তার যোগাযোগ ছিল। যে নিরাপত্তা সংস্থায় সে কাজ করত, সেখানকার সহকর্মীদের কাছে জঙ্গি কথাবার্তা বলত সে। এ জন্য তার বিরুদ্ধে তদন্তও হয়েছে। রবিবারের গণহত্যার আগে ৯১১-এ ফোন করে পুলিশকে জানায়, সে আইএসের সঙ্গে যুক্ত।
ওমরের প্রাক্তন স্ত্রী দাবি করেছেন, ওমর ধার্মিক হলেও তেমন বাড়াবাড়ি ছিল না। তবে তাঁকে প্রচণ্ড মারধর করত সে।
কিন্তু যাই হোক, এটা পরিষ্কার, আমেরিকার ইতিহাসে গুলি চালিয়ে এমন ভয়াবহ গণহত্যা এই প্রথম। যেখানে সে গুলিবৃষ্টি করেছে, সেই অরল্যান্ডোর পালস নাইটক্লাব এলজিবিটি সম্প্রদায়ের মধ্যে খুবই জনপ্রিয়। সমকামীদের অধিকার নিয়ে কাজকর্মও হত এখানে। হামলার সময় কজন ভেতরে ছিলেন, তা এখনও পরিষ্কার নয়। তবে এটা স্পষ্ট, নাইটক্লাব ভিড়ে ঠাসা ছিল। হামলার সময় সেখানে লাতিন থিমের ওপর পার্টি চলছিল, ফলে মনে করা হচ্ছে, সব হতাহতই হিস্পানীয় বংশোদ্ভূত। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, মৃতরা সকলেই পুরুষ, বয়স ২০ থেকে ৩৬-এর মধ্যে।
এদিকে রবিবারই লস অ্যাঞ্জেলস থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে দাবি করেছে, সে শহরের সমকামী ঐতিহ্য ধ্বংস করতে চায়। তার কাছ থেকে বহু অস্ত্রশস্ত্র, বারুদ ও বোমা তৈরির জিনিসপত্র মিলেছে।
সমকামী নাইটক্লাবে হামলা: দায় স্বীকার আইএস-এর, মতিনকে ‘খলিফার সেনা’ তকমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jun 2016 02:29 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -