Israel-Gaza War: ইজ়রায়েল - হামাস যুদ্ধে ক্রমেই বাড়ছে মৃত্যু, পরিস্থিতি জানিয়ে মোদিকে ফোন নেতানিয়াহুর

Israel Gaza War Updates : বোমা বর্ষণের অভিযোগ উঠল ইজরায়েলের বায়ুসেনার বিরুদ্ধে। দু'পক্ষের সংঘর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

ABP Ananda Last Updated: 10 Oct 2023 11:32 PM
Israel-Hamas War Updates: খাদ্য সাহায্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের

খাদ্য সাহায্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের। একাধিক প্যালেস্তাইনের বাসিন্দাদের খাদ্য সহায়তা দিতে এগিয়ে এল তারা। 

Israel Palestine War Live : নাগরিকদের দেশে ফেরাতে ইজরায়েলে দুটি সামরিক বিমান পাঠাল স্পেন

নাগরিকদের দেশে ফেরাতে ইজরায়েলে দুটি সামরিক বিমান পাঠাল স্পেন। 

Israel-Hamas War Updates: ১৮০০ ছাড়িয়ে গেল মৃতের সংখ্যা

ইজরায়েল-গাজা যুদ্ধে ১৮০০ ছাড়িয়ে গেল মৃতের সংখ্যা। আহতের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার।

Israel Palestine War Live : হাজার পেরিয়ে গেল গাজায় মৃতের সংখ্যা

সময়ের সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গাজায় মৃতের সংখ্যা হাজারের বেশি, জানালেন সেখানকার এক সেনা আধিকারিক। 

Israel-Hamas War Updates: ইজরায়েল-হামাস সংঘর্ষে রণক্ষেত্র মধ্য প্রাচ্য

ইজরায়েল-হামাস সংঘর্ষে রণক্ষেত্র মধ্য প্রাচ্য। কার্যত ধবংসস্তূপ গাজা সীমান্তবর্তী এলাকা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দেড় হাজার পণবন্দিকে হত্যার হুমকি হামাসের। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে ফোন ইজরায়েলের প্রধানমন্ত্রীর। সঙ্কটের সময় ইজরায়েলের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 

Israel Palestine War Live : উত্তর ইজরায়েলও বাজতে শুরু করল সাইরেন

উত্তর ইজরায়েলও বাজতে শুরু করল সাইরেন। মিসাইল হানার আশঙ্কা।

Israel-Hamas War Updates: প্রধানমন্ত্রী মোদির মতো নেতার পাশে দাঁড়ানো অনেকটা ভরসা জোগাবে, ইজরায়েলের রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী মোদির মতো নেতার পাশে দাঁড়ানো অনেকটা ভরসা জোগাবে, ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত কোব্বি সোসানি।

Israel Palestine War Live : ৪ সাংবাদিকের মৃত্যু

গাজায় ইজরায়েলের হামলায় মৃত্যু হল ৪ প্যালেস্তাইনের সাংবাদিকের। 

Israel-Hamas War Updates: বেরসেবার পর তেল আভিভে বেজে উঠল সাইরেন

ইজরায়েলের বেরসেবার পর এবার তেল আভিভে বেজে উঠল সাইরেন। আকাশপথে মিসাইল হানা হতে পারে বলে শঙ্কার জেরে যে সাইরেন। জানাল ইজরায়েলের সেনাবাহিনী।

Israel Palestine War Live : ব্যবস্থা নিক ভারত, গাজায় ইজরায়েলের আক্রমণ প্রসঙ্গে প্যালেস্তাইনের দূতের

 ব্যবস্থা নিক ভারত, গাজায় ইজরায়েলের আক্রমণ প্রসঙ্গে বার্তা প্যালেস্তাইনের দূতের।

Israel-Hamas War Updates: শান্তি চাই, বার্তা প্যালেস্তাইনের দূতের

যুদ্ধ নয়, শান্তি চাই, বার্তা ভারতে নিযুক্ত প্যালেস্তাইনের দূত আদনান আবু আলহিজার।

Israel Palestine War Live : সর্তকবার্তা নেদারল্যান্ডসের, হামাসের কড়া সমালোচনা ম্যাঁকরর

তাঁদের দেশের নাগরিকদের জন্য সর্তকবার্তা নেদারল্যান্ডসের। ওয়েস্ট ব্যাঙ্কে অত্যান্ত প্রয়োজন ছাড়া না যাওয়ার পরামর্শ। এদিকে হামাসের কড়া সমালোচনায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁকরর। অনৈতিক ব্ল্যাকমেলে যেভাবে ইজরায়েলিদের নিশানা করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না বলেই বার্তা দিয়েছেন তিনি। 

Israel-Hamas War Updates: গাজায় আটকে থাকা ভারতীয়দের সরকারকে অনুরোধ

যুদ্ধের আবহ। ক্রমাগত আক্রমণ শানিয়ে যাচ্ছে ইজরায়েল। এই অবস্থায় ভারত সরকারের কাছে তাঁদের সেখান থেকে উদ্ধারের জন্য আবেদন করলেন গাজায় আটকে থাকা ভারতীয়রা। 

Israel Palestine War Live : গাজায় প্রাণ হারিয়েছেন ৭৭০ জন, আহতের সংখ্যা প্রায় সাড় ৪ হাজার

রক্তক্ষয়ী যুদ্ধে সময় এগোনোর সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। সরকারি হিসেবে এখনও পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৭৭০ জন। আহতের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। 

Israel-Hamas War: ইজ়রায়েল - হামাস যুদ্ধে ক্রমেই বাড়ছে মৃত্যু, পরিস্থিতি জানিয়ে মোদিকে ফোন নেতানিয়াহুর

প্রধানমন্ত্রী মোদিকে ফোন নেতানিয়াহুর। পোস্ট করে জানালেন নরেন্দ্র মোদি। ইজ়রায়েলের যুদ্ধ পরিস্থিতি জানান তিনি প্রধানমন্ত্রী। মোদি আবারও বলেছেন, ভারতের মানুষ এই কঠিন সময়ে ইজ়রায়েলের সঙ্গে আছে। ভারত দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাসবাদের নিন্দা করে।

Israel Palestine War Live: হামাস এজেন্টদের এখন আর গাজায় লুকানোর জায়গা নেই, দাবি ইজ়রায়েলি সামরিক বাহিনীর

মঙ্গলবার ইজ়রায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে হামাস এজেন্টদের এখন আর গাজায় লুকানোর জায়গা নেই। প্রতি চার ঘণ্টায় প্যালেস্তাইন পরপর বিমান হামলা চালানো হয়েছে। 

Israel Palestine War Live Updates: ইজ়রায়েলে কমপক্ষে ৭০০ জন নিহত, ২১০০ জনেরও বেশি আহত

গাজা উপত্যকায় হামাস শনিবার ভোরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। ইজ়রায়েলে কমপক্ষে ৭০০ জন নিহত এবং ২১০০ জনেরও বেশি আহত হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, গাজা উপত্যকায় ইজ়রায়েলের হামলার ফলে ২০০০ জনের বেশি আহত হয়েছে এবং ৫০০রও বেশি প্রাণহানি হয়েছে।

Israel Palestine War Live Updates: দিল্লিতে ইজ়রায়েল কনস্যুলেট এবং Chabad House - এর চারপাশে বাড়ানো হল নিরাপত্তা

ইজ়রায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে, দিল্লি পুলিশ রাজধানীতে ইজ়রায়েল কনস্যুলেট এবং Chabad House - এর চারপাশে নিরাপত্তা বাড়িয়েছে। এক আধিকারিক সূত্রে খবর, দিল্লির কেন্দ্রস্থলে চাঁদনি চকের আশেপাশের পুলিশকে নয়াদিল্লির দূতাবাস এবং চাবাদ হাউসের ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

Israel Gaza live : ইসরায়েলি হামলায় নিহত ১৪৩ শিশু ও ১০৫ নারীসহ ৭০৪ জন: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

 








Israel-Palestine Conflict : টাইমস স্কোয়ারে প্যালেস্টাইনের স্বাধীনতার দাবি তুলে বিক্ষোভ

ইজ়রায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত, আমেরিকা, ব্রিটেন। কিন্তু তারই মধ্যে  নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দেখা গেল কয়েক হাজার মানুষকে প্যালেস্টাইনের স্বাধীনতার দাবি তুলে বিক্ষোভ দেখাতে। এরই মধ্যে আবার ইজ়রায়েল সমর্থকদেরও একটি দল সেখানে  জড়ো হয়। তাতে সামান্য উত্তেজনা তৈরি হয়।

Israel-Hamas conflict: 'এর যা মূল্য ওদের চোকাতে হবে...' হামাসকে কী হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু?


হামাস (Hamas ) এবার বুঝবে আমাদের আক্রমণ করে তারা কী ঐতিহাসিক ভুল করেছে।  এর যা মূল্য ওদের চোকাতে হবে, তা হামাস ও ইজ়রায়েলের শত্রুরা আগামী কয়েক দশক মনে রাখবে । হুঁশিয়ারি নেতানিয়াহুর  ( Netanyahu ) 

Israel-Hamas War : কী জানালেন ইজরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি?

ইজরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন,  ইজ়রায়েলের  যে জায়গাগুলিতে হামাস ঢুকে পড়ছিল, প্রায় সব এলাকাতেই ফের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে  ইজ়রায়েলের সেনাবাহিনী। তবে, কোনও কোনও এলাকায় এখনও হামাস জঙ্গিরা লুকিয়ে থাকার আশঙ্কা উড়িয়ে দেননি তিনি। 

Israel Palestine war Live : কার্যত অবরুদ্ধ গাজা, খাবার, বিদ্যুৎ, জ্বালানি বন্ধ করল ইজ়রায়েল

প্যালেস্তাইনের সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাসকে উচিত শিক্ষা দেওয়ার হুঙ্কার দিয়েছে ইজ়রায়েল।  গাজ়ার ওপর পাল্টা আক্রমণ করেছে তারা। এখন কার্যত অবরুদ্ধ গাজা।  লাগাতার যুদ্ধবিমানের হানা। গাজায় খাবার, বিদ্যুৎ, জ্বালানি বন্ধ করে দেওয়া হয়েছে।  

Israel Palestine Conflict : হামাস হল আইএস, ঘোষণা ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর

ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর হামাস হামলার পরে  প্রথম জনসমক্ষে এসে  বললেন,'হামাস কী আমরা জানি। এখন সারা বিশ্ব জানছে। হামাস হল আইএস।”

প্রেক্ষাপট

ইজরায়েল-হামাস সংঘর্ষে গাজা-সংলগ্ন এলাকায় মৃত্যুমিছিল। হামাসের (News about Hamas, Israel )বিরুদ্ধে অসংখ্য মানুষকে পণবন্দি করার অভিযোগ উঠল। নেতানিয়াহু সরকারের পাশে থাকার বার্তা ভারতের। শক্তি জোগাতে রণতরি পাঠাল আমেরিকা। (America)


রাশিয়া-ইউক্রেন রেষারেষির মধ্যে এবার ইজরায়েল-হামাসের মুখোমুখি সংঘাতে রক্তগঙ্গা! সময় যত গড়াচ্ছে ততই ঘোরাল হচ্ছে  যুদ্ধ পরিস্থিতি। হামাস বাহিনীর লাগাতার হামলায় ক্ষতবিক্ষত ইজরায়েল। পাল্টা গাজায় শরণার্থী শিবিরে নির্বিচারে বোমা বর্ষণের অভিযোগ উঠল ইজরায়েলের বায়ুসেনার বিরুদ্ধে। দু'পক্ষের সংঘর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। (Israel Gaza War) 

সূত্রের খবর, ইজরায়েল-হামাস সংঘর্ষ ইতিমধ্য়েই প্রাণ কেড়েছে দেড় হাজার জনের। শতাধিক মানুষকে যুদ্ধবন্দি করার অভিযোগও উঠেছে হামাসের বিরুদ্ধে। পাল্টা হামাস জঙ্গি গোষ্ঠীর সমস্ত ডেরা নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত-সহ বিভিন্ন দেশ। নেতানিয়াহু সরকারকে শক্তি যোগাতে রণতরি পাঠাল আমেরিকাও।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.