Israel-Gaza War: ইজ়রায়েল - হামাস যুদ্ধে ক্রমেই বাড়ছে মৃত্যু, পরিস্থিতি জানিয়ে মোদিকে ফোন নেতানিয়াহুর

Israel Gaza War Updates : বোমা বর্ষণের অভিযোগ উঠল ইজরায়েলের বায়ুসেনার বিরুদ্ধে।দু'পক্ষের সংঘর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

ABP Ananda Last Updated: 10 Oct 2023 11:32 PM

প্রেক্ষাপট

ইজরায়েল-হামাস সংঘর্ষে গাজা-সংলগ্ন এলাকায় মৃত্যুমিছিল। হামাসের (News about Hamas, Israel )বিরুদ্ধে অসংখ্য মানুষকে পণবন্দি করার অভিযোগ উঠল। নেতানিয়াহু সরকারের পাশে থাকার বার্তা ভারতের। শক্তি জোগাতে রণতরি পাঠাল আমেরিকা। (America)রাশিয়া-ইউক্রেন রেষারেষির...More

Israel-Hamas War Updates: খাদ্য সাহায্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের

খাদ্য সাহায্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের। একাধিক প্যালেস্তাইনের বাসিন্দাদের খাদ্য সহায়তা দিতে এগিয়ে এল তারা।