Israel Palestine war Live : বিপর্যস্ত ইজরায়েল, চলছে হামাসের হানা, ক্রমশ বাড়ছে আহত এবং নিহতের সংখ্যা

Israel Palestine war Updates: ইজ়রায়েলের রাস্তা জুড়ে লাশের স্তূপ। ঘরে ঢুকে গিয়ে হত্যালীলা চালাচ্ছে হামাস জঙ্গিরা।

ABP Ananda Last Updated: 09 Oct 2023 11:48 PM

প্রেক্ষাপট

মুহুর্মুহু রকেট, মর্টার, বোমা, নৃশংস ধ্বংসলীলা। ছশো পেরলো নিহতের সংখ্যা। চলছে রক্ষক্ষয়ী যুদ্ধ ( Israel-Palestine conflict)।  ইজ়রায়েলের ( Israel) রাস্তা জুড়ে লাশের স্তূপ। ঘরে ঢুকে গিয়ে হত্যালীলা চালাচ্ছে হামাস জঙ্গিরা।...More

Israel Palestien Conflict: 'বড় কিছু হতে চলেছে', ইজরায়েলকে বারবার সতর্ক করেছিল মিশর, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মিশরের গোয়েন্দা সংস্থার এক আধিকারিক জানিয়েছে, ইজরায়েলকে নাকি আগেভাগেই সতর্ক করা হয়েছিল যে কিছু বড় একটা ঘটতে চলেছে। বিগত ৫০ বছরে এমন হামলা দেখেনি ইজরায়েল। হামাস যে এমন ভয়ঙ্কর ভাবে হামলা করতে পারে নিঃসন্দেহে সাধারণ মানুষ তা দুঃস্বপ্নেও ভাবেননি।