নয়া দিল্লি: ইজরায়েলে মিলল করোনার নয়া প্রজাতি। যা নিয়ে নতুন করে চিন্তা বৃদ্ধি পেয়েছে বিশ্বে। দুই ব্যক্তির দেহে এই নতুন স্ট্রেনের দেখা মিলেছে। নতুন উদ্ধার হওয়া স্ট্রেনটি কোভিড-১৯ ভাইরাসের ওমিক্রন সংস্করণের দুটি উপ-ভেরিয়েন্টের সংমিশ্রণ, এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে।
ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে দুই যাত্রীর শরীরে করোনা পরীক্ষার সময়ে নতুন ভেরিয়েন্টের খোঁজ পাওয়া যায়। করোনাভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তির জ্বর ও মাথাব্যথার হালকা উপসর্গ ছিল বলে জানা যায়। যদিও আধিকারিকরা জানিয়েছে এখনই এই প্রজাতি নিয়ে অযথা চিন্তার কোনও কারণ নেই। সে দেশের মন্ত্রকের তরফে বলা হয়েছে, "এই রূপটি এখনও অজানা বিশ্বের। বিশেষ চিকিৎসার প্রয়োজন এখনও এক্ষেত্রে পড়েনি রোগীদের"।
নতুন এই প্রজাতিটি কোভিড-১৯ ভাইরাসের ওমিক্রন সংস্করণের দুটি উপ-ভেরিয়েন্টের সংমিশ্রণ। ইসরায়েলের প্যানডেমিক রেসপন্স প্রধান সালমান জারকা বলেছেন যে বর্তমানে নতুন করোনা ভাইরাস স্ট্রেনটি গুরুতর বলে মনে হচ্ছে না। এই স্ট্রেনের উপসর্গ পূর্ব পরিচিত। ফলে এখনই উদ্বেগের কিছু নেই। ইজরায়েলে এখন পর্যন্ত করোনা ভাইরাসের ৮,২৪৪ জনের মৃত্যু হয়েছে। গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১.৪ মিলিয়ন মানুষ।
এদিকে, ফের করোনা নিয়ে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি বছরে ওমিক্রনের প্রভাব ক্রমশ কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছিল বিশ্ব। কিন্তু এর মধ্যেই চিন ও দক্ষিণ কোরিয়ায় বাড়বাড়ন্ত করোনার। চিনের একাধিক প্রদেশে লকডাউনও হয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এপিডেমিওলজিস্ট মারিয়া ভ্যান খেরখোভ বলেছেন যে এখনও বিশ্বজুড়ে এখনও তীব্রতার সঙ্গেই ছড়িয়ে চলেছে ওমিক্রন। চিনে যেমন গত দু বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে সাম্প্রতিক দৈনিক আক্রান্তের সংখ্যা।
চিকিৎসকের কথায়, কয়েক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমলেও বিশ্বে ফের বাড়ছে কোভিড। তবে ফের কমেছে করোনা পরীক্ষার সংখ্যাও। তিনি সতর্ক করেছেন যে টিকা নেওয়ার সংখ্যা বাড়লেও যেখানে বিধিনিষেধমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে সেখানে আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। তিনি এও বলেন, ভ্যাকসিনগুলি গুরুতর রোগ এবং মৃত্যু কমাতে কার্যকর, কিন্তু সংক্রমণ নয়।