ইস্তানবুল ও নয়াদিল্লি: তুরস্কে জঙ্গি হামলার পরেই বিশ্বজুড়ে নিন্দার ঝড়। ঘটনার কড়া নিন্দা করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। হামলার পরেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে জোটবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরডোগান। হামলার নিন্দা করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনও। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাতে সকলের সহযোগিতা প্রয়োজন। ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ইস্তানবুলে হামলা অমানবিক ও ভয়ঙ্কর। ঘটনার কড়া নিন্দা করছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর প্রতিক্রিয়া, ফের জঙ্গি হামলার খবরে শোকস্তব্ধ। নিরীহদের ওপর এমন কাপুরুষোচিত হামলার নিন্দা করছি।
ঘটনার নিন্দা করেছে আমেরিকাও। রাষ্ট্রপতি বারাক ওবামা বলেছেন, তুরস্কের পাশে রয়েছি। ন্যাটো এবং বিশ্বের সমস্ত দেশ জোটবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।