নয়াদিল্লি: লিবিয়ায় আইএসআইএসের ঠিকানায় যাওয়া ৫০ মিলিয়ন ডলারের ওষুধ বাজেয়াপ্ত করল ইতালি পুলিশ। অভিযোগ, ওষুধ পাঠাচ্ছিল এক ভারতীয় সংস্থা।


জানা গিয়েছে, ওষুধের মধ্যে ছিল ২ কোটি ৪০ লক্ষের বেশি ট্রামাডল ট্যাবলেট, যা ব্যবহার হয় ব্যথা নিরোধক হিসেবে। ইতালির গিওইয়া তারো বন্দর থেকে এই ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। আইসিস জঙ্গিরা এই ওষুধু ব্যথা কমাতে ও ক্লান্তি নিরোধক হিসেবে ব্যবহার করে বলে খবর।

স্থানীয় আদালত জানিয়েছে, বিদেশি গোয়েন্দা সূত্রে পাওয়া খবর, ট্রামাডল ট্যাবলেটের বিকিকিনি সরাসরি নিয়ন্ত্রণ করে আইএস। এর মাধ্যমে গোটা বিশ্বে সন্ত্রাসবাদী কাজকর্মের ছক কষে তা কার্যকর করে তারা। ট্যাবলেট বেচে যে টাকা উঠবে তার একটা অংশ আবার যাবে লিবিয়া, সিরিয়া ও ইরাকের জঙ্গি গোষ্ঠীগুলিকে ভর্তুকি দিতে।

শুধু লিবিয়া নয়, সস্তার কার্যকর ওষুধ হিসেবে ট্রামাডল মিশরেও জঙ্গিদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নাইজিরীয় সন্ত্রাসবাদী গোষ্ঠী বোকো হারামের জঙ্গিদের মধ্যেও এই ওষুধের বিপুল প্রচলন রয়েছে।