রোম: দুই ভারতীয় মৎস্যজীবী হত্যা মামলায় ভারতীয় বিচারব্যবস্থাকে অগ্রাহ্য করার সিদ্ধান্ত নিল রোম। ইতালীয় বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, তারা মনে করে, এই মামলায় ভারতের বিচারব্যবস্থার নাক গলানোর অধিকার নেই। তাই তা বাতিল করা হল।
২০১২-র ফেব্রুয়ারিতে কেরলে ভারতীয় জলসীমার মধ্যে চলে আসা এক ইতালীয় তেলের ট্যাঙ্কারের দুই নাবিক ম্যাসিমিলিয়ানো লাতোরে ও সালভাতোর জিরোনে গুলি করে দুই ভারতীয় মৎস্যজীবীকে খুন করে। যদিও গ্রেফতারির পর তারা দাবি করে, জলদস্যু ভেবেই নাকি ওই মৎস্যজীবীদের ওপর গুলি চালায় তারা। তারপর থেকেই দুই নাবিকের বিরুদ্ধে এ দেশের আদালতে মামলা চলছে। কিন্তু এ নিয়ে ভারতীয় বিচারব্যবস্থাকে প্রথম থেকেই গুরুত্ব না দেওয়ার চেষ্টা করেছে ইতালি। বিষয়টি আন্তর্জাতিক ট্রাইবুন্যালেও নিয়ে গেছে তারা। এদিকে মঙ্গলবারই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, অভিযুক্ত দুই নাবিকের অন্যতম ম্যাসিমিলিয়ানো লাতোরে চিকিৎসাগত কারণে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইতালিতে থাকতে পারেন।
ইতালীয় নাবিক মামলা: ভারতের বিচার মানবে না রোম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Apr 2016 04:28 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -