ইতালি: মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৪১৪। মৃতের সংখ্যা ৫ হাজারের কাছাকাছি। চিনের বাইরে সবথেকে খারাপ পরিস্থিতি ইতালি ও ইরানে। মারণ ভাইরাসের আক্রমণে ইতালিতে মোট ১০১৬ জনের মৃত্যু হয়েছে। ইরানে মৃতের সংখ্যা ৪২৯। চিনা ভাইরাসে স্পেনে মৃত্যু হয়েছে ৮৪ জনের। জার্মানিতে মৃতের সংখ্যা ৫।
এই পরিস্থিতিতে দেশবাসীকে চুম্বন ও করমর্দন থেকে দূরে রাখাতে বেনজির নিষেধাজ্ঞা জারি করল ইতালি। শুধু চুম্বন ও করমর্দনই নয় করোনা ঠেকাতে স্কুল, বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের প্রশাসন। ইতালির শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, অন্তত ১৫ মার্চ পর্যন্ত দেশের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। যদিও স্কুল কলেজ বন্ধ নিয়ে ইতালিতে একাধিক জনমত তৈরি হয়েছে।
যদিও ইতালি প্রশাসনের তোয়াক্কা না করেই একে অপরকে চুম্বনে বাঁধছেন অনেক যুগলই। কেউ কেউ বলছেন, কোনও নিষেধই তাঁদের আটকাতে পারবে না। চুম্বন ও আলিঙ্গন করবেন বলেই জানিয়েছে ইতালির অনেক যুগল।