মেলবোর্ন: ক্রিকেটেও হানা দিল করোনাভাইরাস। অস্ট্রেলীয় ফাস্ট বোলার কেন রিচার্ডসনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি, সম্ভবত আইপিএলেও যোগ দিচ্ছেন না।

এ বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার কথা ছিল রিচার্ডসনের। কিন্তু করোনার জেরে আইপিএলই অনিশ্চিত হয়ে পড়েছে। বিদেশ মন্ত্রক পরামর্শ দিয়েছে, এ বছর বন্ধ রাখা হোক আইপিএল। এ নিয়ে সিদ্ধান্ত নিতে কাল বৈঠকে বসছে আইপিএল গভর্নিং কাউন্সিল। তবে অস্ট্রেলিয়ায় ভালমতই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস গতকাল জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে তিনি ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।