জয়পুর: মার্কিন সামরিক বাহিনীর বিজ্ঞানী পদে নিযুক্ত হলেন এক ভারতীয়। খবরে প্রকাশ, রাজস্থানের জয়পুরের জন্ম হওয়া মোনার্ক শর্মা নামে ওই তরুণ মার্কিন সেনার এএইচ-৬৪ই কমব্যাট ফাইটার হেলিকপ্টার ইউনিটে বিজ্ঞানীর পদে যোগ দিয়েছেন।


জানা গিয়েছে, টেক্সাসের ফোর্ট হুডে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর আঞ্চলিক সদরে যোগ দেবেন মোনার্ক। তিনি বার্ষিক ১.২০ কোটি টাকা বেতন পাবেন। চলতি বছর মার্কিন সেনায় যে নতুন যুদ্ধবিমানের অন্তর্ভুক্তিকরণ হয়েছে, সেগুলির ডিজাইন, পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন মোনার্ক।



২০১৩ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র গণমাধ্যম বিভাগে জুনিয়র রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন এই ভারতীয় তরুণ। পরে, ২০১৬ সালের মে মাসে তিনি মার্কিন সেনায় যোগ দেন। ইতিমধ্যেই, ২০১৬ সালে আর্মি সার্ভিস মেডেল ও সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড জেতেন মোনার্ক।


জয়পুরের ভগবান মহাবীর জৈন স্কুল থেকে পাশ করেন মোনার্ক। এরপর, জয়পুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স ও টেলিকমিউনিকেশন নিয়ে স্নাতক হন। তাঁর বাবা রাকেশ শর্মা রাজস্থান পুলিশের অতিরিক্ত ব্যক্তিগত সচিব পদে কর্মরত।


জানা গিয়েছে, প্রথম থেকেই মহাকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রের প্রতি একটা আগ্রহ ছিল মোনার্কের মধ্যে। তিনি জানান, তাঁর ইচ্ছা ছিল ভারতীয় ফৌজে যোগ দেওয়ার। বলেন, আমি হয়ত ভারতীয় সামরিক বাহিনীতে যোগ দিতে পারিনি। কিন্তু, এখানে কাজ করেই আমি দেশকে গর্বিত করব।