স্টকহোম: মানবদেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে ক্যান্সারের মোকাবিলা করতে পারে, সে বিষয়ে গবেষণার জন্য এ বছর চিকিৎসায় নোবেল পাচ্ছেন জাপানের তাসুকু হনজো ও মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস অ্যালিসন। পুরস্কার বাছাই কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যান্সার চিকিৎসার প্রচলিত প্রথা অনুযায়ী ক্যান্সারের কোষগুলির উপর জোর না দিয়ে রোগীদের শরীরের প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে কীভাবে তাঁদের দ্রুত সুস্থ করে তোলা যায়, সেই চেষ্টা করছেন হনজো ও অ্যালিসন। তাঁদের এই পদ্ধতি ক্যান্সার চিকিৎসায় বিপ্লব এনে দিয়েছে।



টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এম ডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের ইমিউনোলজিস্ট অ্যালিসন জানিয়েছেন, ‘এই স্বীকৃতি পেয়ে আমি সম্মানিত। আমার গবেষণা যে এই দিকে অগ্রসর হবে, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি।’

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজিস্ট হনজো জানিয়েছেন, ‘আরও ক্যান্সার আক্রান্তকে বাঁচানোর জন্য আমি গবেষণা চালিয়ে যেতে চাই। একদিন গলফ ক্লাবে এক ব্যক্তি আমাকে বলেন, আমার চিকিৎসার ফলে তাঁর ফুসফুসের ক্যান্সার সেরে গিয়েছে। তিনি আবার গলফ খেলতে পারছেন। এ কথা শোনার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এরপর এই পুরস্কার পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’