ওয়াশিংটন: সম্প্রতি বেলোর কলেজ অফ মেডিসিনে একটি গবেষণা করা হয়। সেই গবেষণার তথ্যে দাবি করা হয়েছে, জেট ল্যাগের ফলে যকৃৎে নানা অসুখের সম্ভাবনা দেখা দেয়। ইঁদুরের ওপর একটি গবেষণা করা হয়। সেখানেই দেখা গিয়েছে জেট ল্যাগের প্রভাবে শরীরে স্থূলতা বৃদ্ধি পায়। সঙ্গে নানা রকমের যকৃৎ সংক্রান্ত অসুখের প্রবণতা দেখা যায়, যা ক্যান্সারের মতো মারণ রোগও ডেকে আনে অনেকসময়, বলছে গবেষণা।
গবেষণাপত্রে দাবি করা হয়েছে, মানুষের মধ্যে ইদানিংকালে যকৃৎ ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘসময় মানুষ বসে থাকার ফলে শরীরে স্থূলতার সম্ভাবনা দেখা দেয়। ফ্যাটি লিভার সংক্রান্ত নানা অসুখে দেখা যায়। যার জেরে সরাসরি ক্যান্সার পর্যন্ত হয়, দাবি মোলিকিউলার এবং সেলুলার বায়োলজির অধ্যাপক ডেভিড মুর-এর। ডেভিড মুর এই গবেষণাটি করেছিলেন সহ-অধ্যাপক লোনিঙ ফু-র সঙ্গে। দুজনেই বেলর কলেজ অফ মেডিসিনের অধ্যাপক।
এই দুই অধ্যাপকই ইঁদুরের ওপর গবেষণাটি করেছিলেন। গবেষণায় দেখা যায় ইঁদুর যেভাবে যকৃৎ ক্যান্সারে আক্রান্ত হয়, ঠিক সেভাবেই মোটা মানুষও ক্যান্সারে আক্রান্ত হন।
প্রসঙ্গত গবেষণায় দাবি করা হয়েছে, মানুষ যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান, তখন নানা টাইমজোনের মধ্যে দিয়ে ঘুড়ে বেড়াতে হয় তাঁদের। কখনও রাতের যেসময় ঘুমনোর কথা, সেসময় মানুষকে জেগে থাকতে হয়। অনেককে কাজের খাতিরে রাতের শিফট করতে হয়, পরিবর্তন হয় শরীরের বায়োলজিকাল ক্লকের। এরফলে শরীরের ভেতর প্রভাব পড়ে। পুষ্টিকর খাবার খেয়ে শরীরের ওজন বাড়ে। তারপর রাতে দীর্ঘসময় জেগে থাকার ফলে অ্যাসিডিটি হয়, ফল গলা, বুক জ্বালা। পরে গিয়ে সেটাই যকৃৎে ক্যান্সার হিসেবে দেখা দেয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
জেট ল্যাগের ফলে যকৃৎ ক্যান্সারে আক্রান্ত হওয়া সম্ভাবনা বাড়ে, স্থূলতাও বৃদ্ধি পায়:গবেষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2016 10:13 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -