নেপালে ফের ভূমিকম্প, হতাহতের খবর নেই
ABP Ananda, Web Desk | 28 Nov 2016 08:17 AM (IST)
কাঠমান্ডু: ফের ভূমিকম্প নেপালে। সোমবার ভোরে কাঠমান্ডু সহ মধ্য ও পূর্ব নেপালের বিস্তীর্ণ এলাকায় এই মাঝারি মাত্রার কম্পন হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ও ভূবিজ্ঞান মন্ত্রক জানাচ্ছে, ভোর ৫টা ৫ মিনিটে হয়েছে এই কম্পন, গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাঠমান্ডু থেকে ১৫০ কিলোমিটারের মত পূর্বে এভারেস্ট এলাকায় সোলুখুম্বু জেলা। তবে এর ফলে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। ২০১৫-র ভয়ঙ্কর ভূমিকম্পে নেপালের বিস্তীর্ণ এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এদিনের এই মাঝারি মাত্রার কম্পন তারই ৪৭৫তম আফটারশক।