ওয়াশিংটন: আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ফের কাবুল বিমানবন্দরে হামলা হতে পারে, এমনই সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার তিনি বলেন কাবুল বিমানবন্দরে আরেকটি সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে। একটি বিবৃতিতে তিনি বলেন, "এখনও পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, এবং বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়ে গেছে। আমাদের কমান্ডাররা আমাকে জানিয়েছিলেন যে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে হামলার সম্ভাবনা রয়েছে।"


সম্প্রতি কাবুল বিমানবন্দরে হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছে একাধিক আফগান নাগরিকের। বাইডেন তাঁর বিবৃতিতে বলেন, "ওয়াশিংটনে নিরাপত্তা দল এবং কমান্ডারদের সঙ্গে কথা হয়েছে। আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস-কে-এর বিরুদ্ধে গত রাতে মার্কিন বাহিনী যে স্ট্রাইক করেছে তা নিয়ে আলোচনা করেছি।"


এরপরই বাইডেনের গলায় ছিল হুঁশিয়ারির সুর। তিনি বলেন, "আমরা সেই জঘন্য হামলায় জড়িত ব্যক্তিকে খুঁজে বের করব। এই ঘটনার মূল্য চোকাতে হবে। যখনই কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে বা আমাদের সেনাদের আক্রমণ করার চেষ্টা করবে, আমরা তার জবাব দেব।" তবে এখনও নাগরিক সরানোর কাজ চলবে বলেই জানিয়েছেন বাইডেন। 


উল্লেখ্য, পেন্টাগনের জয়েন্ট স্টাফ ফর রিজিওনাল অপারেশনসের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল হ্যাংক টেলর গতকাল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জানান, ড্রোন হামলায় জঙ্গিরা নিহত হলেও কোনো বেসামরিক লোক হতাহত হয়নি।  


এর আগেও সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। নিরাপত্তার সমস্যা হতে পারে। তাই কাবুল বিমানবন্দরের দিকে যাবেন না। আফগানিস্তানে থাকা আমেরিকানদের উদ্দেশে এই সতর্কবার্তা জারি করেছিল আমেরিকার দূতাবাস। দূতাবাসের তরফে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে, যাঁরা অ্যাবে, পূর্ব, উত্তর ও অভ্যন্তরীণ মন্ত্রকের গেটের দিকে রয়েছেন, তাঁদের এখনই ওইসব জায়গা ত্যাগ করা উচিত। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন নির্ধারিত ৩১ অগাস্ট সময়সীমার মধ্যে আরও হামলা হতে পারে বলে আমেরিকার তরফে সতর্ক করে দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই দূতাবাসের উপদেশ ছিল।