লন্ডন: কাশ্মীর ইস্যু নিয়ে এবার বিক্ষোভ ইংল্যান্ডে। লন্ডনে ভারতীয় হাই কমিশনের কাচ ভেঙে বিক্ষোভ প্রদর্শন করল পাকিস্তানি সমর্থকরা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় ভারতীয় হাই কমিশন। টুইটারে ভাঙা জানলার ছবি পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে। উগ্র বিক্ষোভ-প্রদর্শনকে ‘অসমর্থনযোগ্য’ বলে উল্লেখ করেছেন লন্ডনের মেয়র।
এদিন কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ-প্রদর্শন শুরু করে পাক-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের একটি দল। সেই সময়ে হাই কমিশনের জানলার কাচ ভেঙে দেওয়া হয়। জুতো, টম্যাটো ও ডিম থেকে শুরু করে পাথর, বোতল ও স্মোক-বম্বও ছোঁড়া হয়। সেইসঙ্গে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।





এই নিয়ে গত একমাসে দ্বিতীয় ঘটনা ঘটল লন্ডনের ভারতীয় হাই কমিশনে। কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এদিনের বিক্ষোভ-প্রদর্শনে প্রায় ১০ হাজার পাক-সমর্থক উপস্থিত ছিল। যদিও, প্রশাসনের তরফে সংখ্যা নিয়ে কোনও দাবি করা হয়নি।
খবরে প্রকাশ, এদিন বিক্ষোভকারীরা হাতে পাক-অধিকৃত কাশ্মীরের পতাকা নিয়ে পার্লামেন্ট স্কোয়ার থেকে ভারতীয় হাই কমিশনের সামনে পৌঁছয়। তাদের দাবি, অবিলম্বে ভারত থেকে কাশ্মীরকে আলাদা করতে হবে এবং সেখানে কারফিউ শিথিল করতে হবে।





গোটা ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ নিজেদের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে ভারতীয় হাই কমিশন। সেখানে বলা হয়েছে, আরেকটি উগ্র প্রতিবাদ ভারতীয় হাই কমিশনের দফতরের বাইরে। ভাঙা কাচের ছবি দিয়ে বলা হয়েছে-- দফতরের ক্ষতি করা হয়েছে।
কিছুক্ষণের মধ্যেই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান লন্ডনের মেয়র সাদিক খান। তিনি বলেন, আমি এই অগ্রহণযোগ্য ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি পুলিশকে বলেছি, যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।
প্রসঙ্গত, এর আগে ১৫ অগাস্ট-- অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনও ভারতীয় হাই কমিশনের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল। সেই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হাই কমিশন ও সেখানকার কর্মী ও অতিথিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থাগ্রহণের আশ্বাস দিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু, তারপরও, এদিনের এই ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতীয় হাই কমিশনের তরফে।