লন্ডন: লন্ডনে ব্রিটিশ মহিলা সাংসদকে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে খুন। নিহত সাংসদের নাম জো কক্স। বিরোধী লেবার পার্টির টিকিটে জিতে সাংসদ হন বছর তিনি। পুলিশ জানিয়েছে, গতকাল উত্তর ইংল্যান্ডে তাঁর নির্বাচনী কেন্দ্রে এক সভা চলাকালীন তাঁর ওপর হামলা চালানো হয়। কক্সকে প্রথমে ছুরির কোপ মারা হয়। পরে তাঁকে গুলি করা হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তাক্ত অবস্থায় ব্রিটিশ সাংসদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ হামলায় জড়িত সন্দেহ ৫২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
গত বছরই সাংসদ নির্বাচিত হন দুই সন্তানের জননী কক্স। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েকমাস ধরেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল।
ইউরোপিয় ইউনিয়নে ব্রিটেনের সদস্যপদ নিয়ে জনমত সংগ্রহের আগে কক্সকে হত্যা করা হল। হামলাকারীকে ‘ব্রিটেনের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে’ বলে স্লোগান দিতেও শোনা গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উল্লেখ্য, ব্রিটিনের ইইউ-র সদস্যপদ বজায় রাখার পক্ষে সওয়াল করেন কক্স।
ব্রিটিশ মহিলা সাংসদকে প্রকাশ্যে কুপিয়ে, গুলি করে খুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jun 2016 02:01 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -