প্রসঙ্গত, শুক্রবার রাতে সরকার বিরোধী বিদ্রোহী সেনারা সামরিক বাহিনীর সদর দফতরে ঢুকে সেনাপ্রধান ও বেশ কয়েকজন সামরিক কর্তাকে পণবন্দি করে। দফতরের সামনে পুলিশের সঙ্গে বিদ্রোহী সেনাদের গুলির লড়াই চলে। যুদ্ধবিমান দখল করে রাষ্ট্রপতি ভবনের সামনে বোমা ফেলে বিদ্রোহী সেনারা। দখল নেয় ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরের। বাতিল করা হয় সমস্ত উড়ান। এশিয়া-ইউরোপ সংযোগকারী ইস্তানবুলের দুটি প্রধান সেতুতে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। এরপরই দেশের জনগণকে রাস্তায় নেমে সরকার বিরোধী সেনা অভ্যুত্থান রুখে দেওয়ার ডাক দেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপি এরদোগান।
- তুরস্কে এইমুহূর্তে ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে নয়া সেনাধ্যক্ষকে নিয়োগ করা হয়েছে।
- পুলিশ-সেনাবাহিনী সংঘর্ষে নিহত ৬০, আহত বহু, গ্রেফতার ৩৩৬
- বিভিন্ন জায়গা থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী বসপোরাস সেতুতে সরকার সমর্থিত সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বিদ্রোহী সেনাবাহিনী। বিদ্রোহী সেনাদের সেনা ট্যাঙ্কের মধ্যে দিয়ে হাত তুলে হাঁটতে দেখা গিয়েছে।
- বোসপোরাস সেতুতে কিছু বিদ্রোহী সেনা আত্মসমর্পণ করেছে
- তুরস্কে বসবাসকারী ভারতীয়রা সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। তাঁদের রাস্তায় বেরোতে নিষেধ করা হয়েছে। খোলা হয়েছে দুটি হেল্প লাইন।
- তুরস্কের সেনা অভ্যুত্থানের ঘটনায় নির্বাচিত সরকারকে সমর্থন জানিয়েছে একাধিক দেশ। পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা।
- ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, গণতন্ত্রকে সম্মান জানাতে ভারত তুরস্কের নির্বাচিত সরকারকে সমর্থন জানাচ্ছে।
- সেনা অভ্যুত্থানের ঘটনায় ন্যাটোরও সমর্থন পেয়েছে তুরস্ক সরকার।