নয়াদিল্লি: জার্মানির মিউনিখ বিমানবন্দরে লুফতহানসার ডিসএবিলিটি অ্যাসিস্ট্যান্স লাউঞ্জে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় তাঁকে, কোনও খাবার ছাড়া। তিনি যে বেরিয়ে যাবেন তারও উপায় ছিল না। দৃষ্টিহীন সমাজকর্মী নিধি গোয়েল একের পর এক টুইটে লুফতহানসা এয়ারলাইন্সের বিরুদ্ধে এই অভিযোগ করলেন।

নিধি অভিযোগ করেছেন, তিনি যখন মুম্বইয়ের উড়ানের জন্য অপেক্ষা করছিলেন, তাঁকে দীর্ঘক্ষণ ওই লাউঞ্জে আটকে রাখা হয়। তিনি অপমানিত ও অসহায় হয়ে পড়েন, বিমানে ওঠার আগের কয়েক ঘণ্টা দুঃসহ পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাতে হয় তাঁকে।

তাঁর অভিযোগ, লুফতহানসা কর্মীদের শারীরিকভাবে অক্ষম মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা শেখানো হয়নি।













এ ব্যাপারে বিবৃতি দিয়ে লুফতহানসা জানিয়েছে, ঘটনার তদন্ত করছে তারা।