লন্ডন: পলাতক ব্যবসায়ী বিজয় মাল্যের বিরুদ্ধে দেউলিয়া নির্দেশ জারি করল ব্রিটেনের একটি আদালত। এর ফলে, বিপুল ঋণের বোঝা মেটাতে বিশ্বব্যাপী কিংফিশার এয়ারলাইন্সের মালিকের যাবতীয় সম্পত্তি ক্রোক করার অধিকার পেয়ে যাবে ভারতীয় ব্যাঙ্কগুলি। 


এদিন, ভার্চুয়াল শুনানিতে ব্রিটিশ উচ্চ আদালতের চ্যান্সেরি ডিভিসনের মুখ্য দেউলিয়া ও কোম্পানি এজলাসের বিচারক মাইকেল ব্রিগস ঘোষণা করেন, আমি বিজয় মাল্যকে দেউলিয়া ঘোষণা করছি। 


শুনানিতে বিজয় মাল্যকে দেউলিয়া ঘোষণা করে ব্যাঙ্কের পক্ষে রায় দেওয়ার জন্য জোরালো সওয়াল করেন ভারতীয় ব্যাঙ্কগুলির কনসর্টিয়ামের কৌঁসুলি। টিএলটি এলএলপি ও ব্যারিস্টার মার্সিয়া শেখেরদেমিয়ান। 


৬৫ বছরের শিল্পপতি বর্তমানে জামিনে ইংল্যান্ডে রয়েছেন। ব্রিটিশ আদালতে ভারতে প্রত্যর্পণের মামলা চলছে। এদিনের শুনানিতে মাল্য়র আইনজীবী দেউলিয়া নির্দেশ স্থগিত রাখার আবেদন করেন। কিন্তু, বিচারক সেই আর্জি খারিজ করে দেন। 


এর ফলে, ঋণখেলাপির টাকা বিজয় মাল্যর থেকে পুনরুদ্ধারের পথে আরও একধাপ এগোল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় ব্যাঙ্কের কনসর্টিয়াম। 


কিংফিশার এয়ারলাইন্স-র জন্য বিশাল অঙ্কের ঋণ নিয়েও বিজয় মাল্য তা ফেরৎ দেননি বলেই অভিযোগ। যার জেরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেতৃত্বে ভারতীয় ব্যাঙ্কদের কনসর্টিয়াম ঋণখেলাপির মামলা আনে ভারতীয় এই ব্যবসায়ীর বিরুদ্ধে। 


কনসর্টিয়ামে রয়েছে স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ১৩টি ভারতীয় ব্যাঙ্ক। এই তালিকায় রয়েছে -- ব্যাঙ্ক অফ বরোদা, কর্পোরেশন ব্যাঙ্ক, ফেডেরাল ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, জম্মু  ও কাশ্মীর ব্যাঙ্ক, পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর, ইউকো ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


চিফ ইনসলভেন্সিয়েস অ্যান্ড কোম্পানিস কোর্টের (আইসিসি) বিচারপতি মাইকেল ব্রিগস সোমবার তাঁর রায় দিয়েছেন ভারতীয় ব্যাঙ্কগুলির পক্ষেই।


আবেদন ব্যর্থ হলেও বিজয় মাল্য অবশ্য ব্রিটেনে জামিনেই থাকছেন। কারণ দেউলিয়া আবেদনের এই মামলার সঙ্গে অবশ্য প্রর্ত্যপণের মামলার কোনও সংযোগ নেই। আর 'গোপনীয়' আইনি বিষয়ের জেরে এই মুহূর্তে ব্রিটেনেই থাকতে কোনও সমস্যা নেই বিজয় মাল্যর।