দুবাই: বিয়ের আগে নকল চোখের পাতা ব্যবহার করতেন, কসমেটিকস সার্জারিও করিয়েছিলেন। এটাই তাঁর রূপের রহস্য। কিন্তু কথাটা স্বামীকে বিয়ের পর বলব, বলব করেও বলা হয়ে ওঠেনি। তার আগেই যে ঘটে গেল চরম ঘটনাটা।
‘দি গালফ নিউজ’-এর খবর, সংযুক্ত আরব আমিরশাহির ওই দম্পতি শারজার আল মামজার বিচে গিয়েছিলেন। কিন্তু ২৮ বছরের বধূটি জল থেকে উঠে আসার পর তাঁকে দেখে চমকে ওঠেন স্বামী। বিয়ের পর স্ত্রীর প্রথম প্রসাধনহীন মুখের দিকে তাকিয়ে তাঁকে চিনতেই পারেননি তিনি। মেক আপ উঠে গিয়ে স্ত্রীর মুখের চেহারাই যে পুরো বদলে গিয়েছে! বিয়ের আগের সেই রূপ কোথায় গেল? প্রশ্ন করেন স্বামী। নকল চোখের পাতা পরে, মুখে একগাদা কসমেটিকস মেখে তাঁকে ধোঁকা দেওয়ার অভিযোগ তোলেন স্ত্রীর বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে ডিভোর্স।
বধূটি মানসিক অশান্তি, কষ্টে ভুগে শেষ পর্যন্ত মনোবিদের কাছে জানতে চেয়েছেন, কী করে এই আঘাত কাটিয়ে উঠবেন। সব মিটিয়ে ফেলে ফের সম্পর্ক গড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন স্বামী।
সমুদ্র স্নানে ধুয়ে গেল মেক আপ, স্ত্রী-র চেহারা দেখে ডিভোর্স স্বামীর!
web desk, ABP Ananda
Updated at:
19 Oct 2016 07:02 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -