নিউইয়র্ক: দুর্ঘটনার কবলে পড়ে আচমকা গাড়িতে আগুন লেগে যায়। চালক দ্রুত গাড়ি থেকে নেমে ট্যাক্সি ধরে পালাল। অচৈতন্য অবস্থায় গাড়ির মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল মহিলা যাত্রীর। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নির্মম পরিণতির শিকার হয়ে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত মহিলার।


খবরে প্রকাশ, গত শুক্রবার নিউইয়র্কের ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় একটি কংক্রিটের দেওয়ালে বিলাসবহুল ইনফিনিটি ৩৫জি সেডান গাড়ি ধাক্কা মারে চালক সঈদ আহমেদ।


ওই গাড়ির যাত্রী ছিলেন ২৫ বছর-বয়সী ভারতীয় বংশোদ্ভূত মহিলা হারলীন গ্রেবাল। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন ধরে যায়। এই পরিস্থিতিতে চালক দ্রুত গাড়ি থেকে নেমে ট্যাক্সি ধরে চলে যায় হাসপাতালে।


গাড়ির মধ্যে প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন হারলীন। সেই অবস্থাতেই গোটা গাড়ি দাউদাউ করে জ্বলতে থাকে। কিছুক্ষণ পর দমকল এসে আগুন নেভানোর পর ভেতর থেকে পুরো দগ্ধ অবস্থায় হারলীনকে উদ্ধার করে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


পুলিশ পরে স্থানীয় হাসপাতালে গিয়ে চালক আহমেদকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।