কলম্বিয়া: কলম্বিয়া থেকে বিমানে জাপানে যাওয়ার পথে মাঝ আকাশে মৃত্যু হয় এক জাপানি বংশোদ্ভূত যাত্রীর। পরে চিকিত্সকদের পরীক্ষায় জানা যায় যে, নিহত ব্যক্তির পেটে ছিল মাদকের থলি। ওই ব্যক্তির পেট থেকে উদ্ধার করা হয়েছে ২৪৬ প্যাকেট কোকেন।  পাচারের জন্যই এভাবেই কোকেনের থলিগুলি নিয়ে যাওয়া হচ্ছিল।

গত শুক্রবার উডো এন নামে ৪২ বছরের ব্যক্তি উড়ানেই অসুস্থ হয়ে পড়েন। এরফলে বিমানটি মেক্সিকোর সোনোরা শহরের হারমোসিল্লোতে জরুরি অবতরণ করে। বিমান অবতরণের পর ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।

ময়নাতদন্তে জানা যায়,  সেরিব্রাল এডিমার কারণে তাঁর মৃত্যু হয়। অতিরিক্ত মাদক সেবনের কারণেই এই মৃত্যু বলে কর্তৃপক্ষ জানায়। ফরেনসিক বিশেষজ্ঞরা মৃতে পাকস্থলী ও অন্ত্রে কোকেন ভরা ২৪৬ টি প্ল্যাস্টিকের থলি খুঁজে পান।  সোনোরার অ্যাটর্নি জেনারেলের দফতরের বিবৃতিতে এই তথ্য জানা গেছে।

Cocaine,Colombia,Japan