কিন্তু কখনও সে ব্যাপারে মুখ খোলেননি নিকোলাস। নিজের স্ত্রীকেও জানতে দেননি এত বড় কাজ করেছেন তিনি। ৫০ বছর পর বাড়ির চিলেকোঠায় একটি খাতা খুঁজে পান তাঁর স্ত্রী। সেখানেই লেখা ছিল যে বাচ্চাদের তিনি বাঁচিয়েছিলেন, তাদের নাম, সাঁটা ছিল ছবি আর সে ব্যাপারে নানা তথ্য।
প্রচারের আলোর বাইরে থাকতে চাওয়া এই মানুষটিকে ২০০৩ সালে নাইট উপাধি দেন ব্রিটেনের রানি এলিজাবেথ। ২০১৪-য় চেক জাতীয় সম্মান অর্ডার অফ দ্য হোয়াইট লায়ন পান তিনি। ২০১৫-র ১ জুলাই ১০৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তার আগে ১৯৮৮-তে একটি টেলিভিশন প্রোগ্রামে যান তিনি। অতি বৃদ্ধ মানুষটি জানতেনই না, তাঁর চারপাশে যাঁরা বসে আছেন, এক সময় তাঁদেরই বাঁচিয়ে ছিলেন তিনি, নিজের জীবন বাজি রেখে।
দেখুন, কী হল তারপর