নয়াদিল্লি: ফের বিতর্কে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তবে এবার খেলা সংক্রান্ত কোনও কারণে নয়। ট্যুইটারে কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। পাল্টা জবাবও পেয়েছেন। কাশ্মীর সম্পর্কে তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকেই বালুচিস্তান প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছেন।


রবিবার ঘটা করে কাশ্মীর দিবস পালন করেছে পাকিস্তান সরকার। সেদিনই পাক অধিকৃত কাশ্মীরের মানুষ পাক সরকারের দমননীতি ও অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। এরই মধ্যে আফ্রিদির ট্যুইট এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।


প্রথম ট্যুইটে আফ্রিদি লেখেন, গত কয়েক দশক ধরে কাশ্মীর বর্বরতার শিকার। অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। এবার এই সমস্যা মেটাতেই হবে। এর পরের ট্যুইটে তিনি লেখেন, কাশ্মীর বিশ্বের স্বর্গ। সেখানকার নিরপরাধ মানুষের আবেদন আমরা এড়িয়ে যেতে পারি না।


আফ্রিদির এই ট্যুইটকে সমর্থন করে একজন লেখেন, ভারত কখনও কাশ্মীরের সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না। এর জবাবে একজন লেখেন, কাশ্মীরের বিষয়ে কথা বলার আপনি কে? নিজের দেশকে সামলাতে পারেন না, কাশ্মীর সামলাবেন! বালুচিস্তান পাক সেনার বর্বরতার শিকার। আশা করি আপনি বালুচিস্তানের স্বাধীনতার পক্ষে সওয়াল করবেন।