লন্ডন: ব্রিটিশ পার্লামেন্টের দরজার কাছে ছুরি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল স্কটল্যান্ড ইয়ার্ড।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তর বয়স তিরিশের ঘরে, তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তার হাতে কারও হতাহত হওয়ার খবর নেই।

পুলিশ জানিয়েছে, ধূসর রঙের হুড দেওয়া জামা গায়ে ওই ব্যক্তি পার্লামেন্টে দর্শনার্থীদের ঢোকার মূল দরজা সেন্ট স্টিফেনের দিকে দৌড়ে গিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখনই তাকে ধরে ফেলেন স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশকর্মীরা।

মার্চ মাসে খালিদ মাসুদ নামে জনৈক জঙ্গি যেভাবে পার্লামেন্টের সামনে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে ৪ জনকে পিষে মারে, এই ব্যক্তিও সম্ভবত সেভাবেই প্রাণহানির মতলব এঁটেছিল বলে পুলিশকর্মীরা মনে করছেন।

একের পর এক জঙ্গি হামলায় এমনিতেই সন্ত্রস্ত্র ব্রিটেন। এ মাসের শুরুতেই জঙ্গি হামলার শিকার হয়েছেন ৮ জন। তার অল্প কদিন আগে ম্যানচেস্টারে কনসার্টের মধ্যে জঙ্গি হানায় ২২ জনের মৃত্যু হয়েছে।