মুজফফরাবাদ: পাক অধিকৃত কাশ্মীরজুড়ে পাকিস্তান বিরোধী ব্যাপক বিক্ষোভ রবিবারও অব্যাহত রয়েছে। পাক প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কাশ্মীর কাউন্সিল বিলুপ্তির দাবিতে এই আন্দোলন চলছে।
ইউনাইটেড কাশ্মীর পিপলস পার্টি নেতা ইশতিয়াক আহমেদ বলেছেন, এই কাশ্মীর কাউন্সিলের মাধ্যমে পাকিস্তান আমাদের ওপর শাসন চালাচ্ছে। এখানকার জনগন এটাই মনে করেন।
কাউন্সিলের হাত থেকে সমস্ত ক্ষমতা হস্তান্তর করে পাক অধিকৃত কাশ্মীরের নির্বাচিত সরকারের পূর্ণ ক্ষমতা দেওয়ার দাবিতে ১৯৭৪-এর পাক অধিকৃত কাশ্মীর সংক্রান্ত অন্তর্বর্তী আইনের সংবিধান সংশোধনীর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদকারীরা।
সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দর খান বলেন, কাশ্মীর পাকিস্তানের প্রদেশে পরিণত হবে না। বরং তাঁর সরকার কাশ্মীর কাউন্সিলের বিলুপ্তি চায়। এরপরই বিক্ষোভ তীব্রতর হয়েছে।
উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীরের নিজস্ব নির্বাচিত প্রেসিডেন্ট, প্রধামন্ত্রী, আইনসভা এবং সুপ্রিম কোর্ট রয়েছে। কিন্তু বাজেট, কর সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ক্ষমতা ন্যস্ত কাশ্মীর কাউন্সিলের হাতে।
পাক অধিকৃত কাশ্মীরের সুপ্রিম কোর্টের আইনজীবী আদনান সম্প্রতি বলেছিলেন যে, কাশ্মীর কাউন্সিল বিলোপের দাবি রূপায়ণ করা উচিত। সমস্ত ক্ষমতা দেওয়া উচিত এখানকার সরকারকে, যাতে এই অঞ্চলের মানুষ ও সরকারের প্রকৃত ক্ষমতায়ণ নিশ্চিত হয়।
পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট থাকলেও তাঁরা মূলত পাক সরকারের হাতের পুতুল হিসেবেই কাজ করেন এবং ইসলামাবাদের কোষাগারে অর্থের যোগান নিশ্চিত করেন বলে অভিযোগ। এই অঞ্চলের মানুষদের মৌলিক অধিকার নেই এবং সেই দাবি তুললে নৃশংসভাবে তা দমন করা হয় বলেও অভিযোগ।