কিভ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) আজ ২৪ তম দিন। যুদ্ধবিরতির কোনও লক্ষণ নেই। লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। যুদ্ধের শুরুর দিকে দেশের সব নাগরিককে হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Ukraine's President Volodymyr Zelenskyy)। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধে যেতে তৈরি ৯৮ বছর বয়সি এক মহিলা। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করেছিলেন। দেশের জন্য ফের লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে চান তিনি। তাঁকে ফের সেনাবাহিনীতে যুক্ত করার আবেদন জানান এই মহিলা। তবে বয়সের কারণে তাঁর সেই আবেদন গ্রহণ করা হয়নি।


ইউক্রেনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘৯৮ বছর বয়সি ওলহা ভারদোখলিবোভা (Olha Tverdokhlibova) তাঁর জীবন দ্বিতীয়বার যুদ্ধের মুখোমুখি হয়েছেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে ছিলেন। তিনি ফের জন্মভূমিকে রক্ষা করতে তৈরি। কিন্তু তাঁর সেনাবাহিনীতে যোগ দেওয়ার মতো সবরকম যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, বয়সের কারণেই আবেদন গ্রহণ করা হয়নি। আমরা নিশ্চিত, তিনি কিছুদিনের মধ্যেই কিভে আরও একটি জয় উদযাপন করার সুযোগ পাবেন।’


এদিকে, যুদ্ধের ২৪ তম দিনেও, রুশ যুদ্ধবিমান থেকে পর পর বোমাবর্ষণ করা হয়। চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলাও। ছবির মত সুন্দর দেশ ইউক্রেনজুড়ে এখন শুধুই ধ্বংসের ছবি। এখনও ইউক্রেনের রাজধানী কিভ থেকে ৭০ কিলোমিটার দূরে রয়েছে রুশ বাহিনী। তার মধ্যেই হামলার তেজ বাড়ানো হয়েছে। দাউদাউ করে জ্বলছে বাড়ি, কালো ধোঁয়ায় ঢাকা আকাশ-বাতাস। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধির বহুতল। কিভ, খারকিভ, মারিউপোল-সহ ইউক্রেনের একাধিক শহরে জুড়ে শুধুই ধ্বংসের ছবি।


ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ মার্চ পর্যন্ত ১৫টি বিমানবন্দর, ৬টি পরমাণু ও জল বিদ্যুৎকেন্দ্র, ৩৫০টি সেতু, ৪১১টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩৬টি স্বাস্থ্যকেন্দ্র এবং ১,৬০০-রও বেশি বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে।


পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাও। একাধিক রুশ ট্যাঙ্কার ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইউক্রেনের দাবি, যুদ্ধে এখনও পর্যন্ত ১৪ হাজার ৪৪০ জন রুশ সেনার মৃত্যু হয়েছে। ধ্বংস করা হয়েছে রুশ বাহিনীর ৪৬৬টি ট্যাঙ্ক।