বাসেল: প্রায় একমাস ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। রাশিয়ার সেনাবাহিনী ও বিমানবাহিনীর হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বেশিরভাগ শহর। নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে ইউক্রেনের শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় রজার ফেডেরার (Roger Federer)। তিনি জানিয়েছেন, ইউক্রেনের শিশুদের শিক্ষার জন্য পাঁচ লক্ষ মার্কিন ডলার দেবেন। ইউক্রেনের শিশুরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেটা নিশ্চিত করার জন্য ফেডেরারের ফাউন্ডেশনের (Roger Federer Foundation) পক্ষ থেকে এই অর্থ দেওয়া হবে।


ফেডেরার জানিয়েছেন, ‘আমি ও আমার পরিবারের লোকজন ইউক্রেনের ভয়াবহ ছবি দেখে আতঙ্কিত। নিরপরাধ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা দেখে আমাদের হৃদয় ব্যথিত। আমরা শান্তির পক্ষে। ইউক্রেনের প্রায় ৬০ লক্ষ শিশুর পক্ষে এখন স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না। তারা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেটা নিশ্চিত করা জরুরি। আমরা ইউক্রেনের শিশুদের সাহায্য করব। ইউক্রেনের শিশুরা যাতে এই আতঙ্কজনক অভিজ্ঞতার রেশ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, তার জন্য ওদের সাহায্য করব। রজার ফেডেরার ফাউন্ডেশনের মাধ্যমে আমরা পাঁচ লক্ষ মার্কিন ডলার সাহায্য করব। ইউক্রেনের শিশুরা যাতে স্কুলের পড়াশোনা চালিয়ে যেতে পারে, তার জন্য এই অর্থসাহায্য করা হবে।’


গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের দাবি, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ১৪টি ক্ষেপণাস্ত্র এবং ৪০টি বিমান হামলা চালিয়েছে। আজভ সাগরও তাদের নিয়ন্ত্রণের বাইরে। রাজধানী কিভ ছাড়াও ইউক্রেনের একাধিক শহরে চলছে রুশ হামলা। একের পর এক গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। রুশ বোমায় ধ্বংস হয়ে যাওয়া মারিউপোলের থিয়েটার হলে এখনও ১,৩০০-কও বেশি মানুষ আটকে রয়েছেন বলে দাবি। 


এরই মাঝে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনাই নিজের ক্ষতি রুখতে রাশিয়ার কাছে একমাত্র পথ। এটা দেখা করা, কথা বলার সময়। এটা ইউক্রেনের অখণ্ডতা এবং ন্যায়বিচার পুনরুদ্ধারের সময়। না হলে রাশিয়ার এমন ক্ষতি হবে যে  তারা কয়েক প্রজন্মের মধ্যে আর ঘুরে দাঁড়াতে পারবে না।