আস্তানা:  বাড়িতে ইঁদুরের উত্পাত, খাবার, জামা-কাপড় নষ্ট এসব হামেশাই হয়ে থাকে। কিন্তু এটিএমে ইঁদুর হানা, এবং এটিএম মেশিনের ভেতর ঢুকে টাকা চিবিয়ে খাওয়ার ঘটনা বোধহয় এই প্রথম ঘটল।

কাজাকাস্তানের রাজধানী আস্তানায় বরফ ঝড় থেকে বাঁচতে এটিএম মেশিনের ভেতর ঢুকে পড়ে এক জোড়া ইঁদুর। তারপর সেখানে তাদের ভোজন বিলাসের পর আর তারা সেখান থেকে বাইরে যাওয়ার পথ খুঁজে পায়নি। ব্যাঙ্ককর্মীরা যখন এটিএম খোলেন, তখন তাঁরা ভেতর দেখেন দুই খুদে হামলাকারী এবং আধ খাওয়া কয়েক হাজার নোট পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে তাঁদের চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল। সেই দৃশ্যের ভিডিও তাঁরা তুলে রাখেন।