বেজিং: আন্তর্জাতিক যোগদিবসে বিপুল সংখ্যা অংশ নেওয়ার জন্য চিনবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন চিনা মাইক্রো ব্লগিং সাইট উইবো-তে মোদী লেখেন, চিনজুড়ে আন্তর্জাতিক যোগদিবস পালনের কিছু ঝলক। যাঁরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছেন, তাঁদেরকে আমার আন্তরিক অভিনন্দন। মোদী লেখেন, আমি চণ্ডীগড়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। সেখানে আমি যোগাসনের উপকারীতা সম্পর্কে জানিয়েছি। এখানে বলে রাখা প্রয়োজন, গত বছর চিন সফরের আগে উইবো অ্যাকাউন্ট খুলেছিলেন মোদী। সেখানেও তাঁর কয়েক হাজার অনুগামী রয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই চিনে বেশ জনপ্রিয় যোগাসন। মঙ্গলবার সাংহাই ও গুয়াংঝৌর ভারতীয় দূতাবাসে  মহা ধুমধামের সঙ্গে যোগ-দিবস পালন করা হয়। সেখানে অংশ নেয় স্থানীয় যোগ কেন্দ্রগুলিও। একইসঙ্গে, ভারতীয় দূতাবাসের উদ্যোগে চিনের প্রাচীরে যোগ ও চিনা মার্শাল আর্ট ‘তাই-চি’-র যুগলবন্দি এক অভিনব প্রদর্শন আয়োজিত হয়।