সিঙ্গাপুর: ২০২০ সালের মার্চে শেষ হতে চলা অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৫.৮ শতাংশ থেকে কমে হবে ৪.৯ শতাংশ। এমনই পূর্বাভাস দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং সংস্থা মুজিড ইনভেস্টরস সার্ভিস। এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গৃহস্থের কেনাকাটা কমে যাওয়ার প্রভাব পড়বে আর্থিক বৃদ্ধির উপর। এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৪.৫ শতাংশ। এপ্রিল থেকে জুনের মধ্যে জিডিপি বৃদ্ধির হার ছিল ৫ শতাংশ।


মুডিজের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও অ্যানালিস্ট ডেবোরা ট্যান জানিয়েছেন, ‘যেটা একসময় বিনিয়োগ সম্পর্কিত আর্থিক মন্দা ছিল, সেটাই এখন কম কেনাকাটার ফলে আরও বড় আকার ধারণ করেছে। কৃষিজাত মজুরি বৃদ্ধি না হওয়ার ফলে ভারতের গ্রামীণ অঞ্চলের মানুষের উপর আর্থিক চাপ বেড়েছে। উৎপাদন কম হচ্ছে এবং জমি ও শ্রম আইনে জটিলতার ফলে কর্মসংস্থান বাড়ছে না।’