ওয়াশিংটন: করোনাভাইরাস সংক্রমণ রোধে বেশি বেশি পরীক্ষার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু এর ভিন্ন মেরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পরীক্ষার সংখ্যা কমানোর জন্য তিনি করোনার বিরুদ্ধে কর্মরতদের উত্সাহিত করছেন। এ ক্ষেত্রে তাঁর যুক্তি, বেশি টেস্ট হলে বেশি আক্রান্তের হদিশ মেলে।
এর আগে বেশ কয়েকবারই প্রেসিডেন্ট দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণ বেশি সংখ্যায় পরীক্ষা।
গত মার্চে করোনার প্রকোপের কারনে লকডাউনের পর ওকলাহোমাতে প্রথম সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেছেন, পরীক্ষা আসলে শাঁখের করাত।
আমেরিকায় করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় বেশি। এখনও পর্যন্ত দুই কোটি ৭০ লক্ষ টেস্ট হয়েছে আমেরিকায়। মাথাপিছু পরীক্ষার ক্ষেত্রে ২৬ তম স্থানে আমেরিকা।
ট্রাম্পের যুক্তি, এটাই সবচেয়ে খারাপ দিক। এত বেশি টেস্ট হলে আরও বেশি করোনা আক্রান্তের হদিশ মেলে। তাই আমি টেস্টের সংখ্যা কমাতে বলেছি।
ট্রাম্পের গলা শুনে স্পষ্ট নয় যে, তিনি পরিহাস করে এ কথা বলেছেন, না গুরুত্ব দিয়েই তা বলেছেন।
করোনা সংক্রমণ ওকলাহোমা সহ বিভিন্ন প্রদেশে বেড়েছে। স্থানীয় আধিকারিকরা সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় ট্রাম্পকে সমাবেশ বন্ধ রাখতে বলেছিলেন।
সমাবেশের আগে টুলসায় অ্যাডভান্স টিমে কর্মরত ছয় সদস্যের করোনা টেস্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। প্রেসিডেন্টের মঞ্চে ওঠার কয়েক ঘন্টা আগে ট্রাম্প ক্যাম্পেন এ খবর জানিয়েছে।