ন’য়ের দশকে ব্রিটেনে জিহাদে উস্কানি দিয়েছিল হাফিজ সইদ, দাবি সংবাদমাধ্যমের
Web Desk, ABP Ananda | 10 Jan 2018 09:41 PM (IST)
লন্ডন: মুম্বইয়ে ২৬/১১ হামলার চক্রী হাফিজ সইদ ন’য়ের দশকে ব্রিটেনে জিহাদে উস্কানি দিয়েছিল বলে দাবি করল ব্রিটিশ সংবাদমাধ্যম। একটি অনুষ্ঠানে বলা হয়েছে, ১৯৯৫ সালে বর্তমানে বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি সইদ ১৯৯৫ সালে ব্রিটেনে গিয়ে মসজিদগুলিতে ঘুরেছিল। লস্কর-ই-তৈবা প্রকাশিত একটি ম্যাগাজিনে তার সেই সফরের কথা প্রকাশিতও হয়েছিল। ওই অনুষ্ঠানে আরও বলা হয়েছে, বার্মিংহ্যামে এক সমাবেশে হিন্দুদের বিরুদ্ধে কটূ মন্তব্য করেছিল সইদ। সে জনতাকে জিহাদের জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়েছিল। লেস্টারে এক আলোচনাসভায় চার হাজার যুবক হাজির ছিল। সেখানেও জিহাদের ডাক দেয় সইদ। সে ব্রিটেনের মুসলিমদের ক্রমাগত উস্কানি দিয়ে গিয়েছে। গ্লাসগোর একটি মসজিদে গিয়ে সে ইহুদিদের বিরুদ্ধে তোপ দেগে বলে, মুসিলমদের মধ্যে থেকে জিহাদের মানসিকতা দূর করার জন্য কোটি কোটি ডলার খরচ করছে ইহুদিরা। ওই অনুষ্ঠানের উপস্থাপক সাজিদ ইকবাল বলেছেন, ১৯৯৫ সালেই জঙ্গি হিসেবে পরিচিত হয়ে গিয়েছিল সইদ। গ্লাসগোর মসজিদটি যে গোষ্ঠী পরিচালনা করত, সইদ সেই গোষ্ঠীর সদস্য ছিল না। তা সত্ত্বেও তাকে সেখানে সভা করতে দেওয়া আশ্চর্যজনক। এই অভিযোগের বিষয়ে গ্লাসগোর ওই মসজিদ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি।