নেপিদ : মায়ানমারের আদালত সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমত পোষণ করা এবং কোভিড নিয়ম লঙ্ঘনের জন্য আউং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে,  জুন্টা মুখপাত্র সূত্রে খবর। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনে মায়ানমারের সামরিক সরকার। তার বিচার চলছে গত জুন থেকে। 


গত ১ ফেব্রুয়ারি থেকে  তিনি গৃহবন্দি।  দেশে সামরিক অভ্যুত্থান হতেই বাড়িতে বন্দি করা হয় নোবেলজয়ীকে। নোবেল শান্তি পুরস্কারজয়ী নেত্রীর সঙ্গে বন্দি রাখা হয় তাঁর দলে বেশ কয়েক জন National League for Democracy -র নেতা নেত্রীকেও। সু চি-র বিরুদ্ধে করোনা অতিমারীর নানা বিধি লঙ্ঘনের অভিযোগ তো ছিলই। সেই সঙ্গে আইন লঙ্ঘনের আরও অনেক অভিযোগ ছিল। তাছাড়া তাঁর বিরুদ্ধে সেনার অভিযোগ ৬ লক্ষ ডলার নগদ অবৈধ ভাবে নেওয়ার। গত ৫ জুন আউং সান সু চি-র বিচার শুরু হয়। 


 


 






এছাড়া সু চি-র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়।


সু - চির বিরুদ্ধে করোনা বিধি লঙ্ঘন, দেশদ্রোহের মতো অভিযোগ তো ছিলই। এরপর তাঁর বিরুদ্ধে সম্প্রতি নির্বাচনে কারচুপির অভিযোগও আনে সেনা। সম্প্রতি মায়ানমারের সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। সু চি বিরোধী জুন্টা সরকারের অভিযোগ, জনমতে নয় নভেম্বরের নির্বাচনে ভোটে কারচুপি করেই জিতেছেন এনএলডি।