লন্ডন: আবিষ্কারের অর্ধশতাব্দী পরে স্টর লখস মনস্টারের ফসিল প্রকাশ্যে আনা হল। ১৭০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বাস করত এই বিশালাকার সামুদ্রিক প্রাণীটি। ১৯৬৬ সালে স্কটল্যান্ডের আইল অফ স্কাই-তে প্রথম খোঁজ পাওয়া যায় মনস্টারের। তবে এই প্রথম প্রকাশ্যে আনা হল প্রাণীটির ফসিল।


 

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, এই প্রাচীন সামুদ্রিক প্রাণীটি প্রায় চার মিটার পর্যন্ত লম্বা ছিল। দেখতে ছিল ডলফিনের মতো। তার মাথা ছিল বিশাল। মুখের মধ্যে কোণাকৃতির কয়েকশো দাঁত ছিল। সেই দাঁতের সাহায্যেই মাছ ও স্কুইড ধরে খেত এই মনস্টার। সেই প্রাণীটিরই ফসিল পাওয়া গিয়েছে। এই প্রথম স্কটল্যান্ডে ডাইনোসরের যুগের একটি সামুদ্রিক প্রাণীর ফসিল হয়ে যাওয়া পূর্ণাঙ্গ হাড় পাওয়া গিয়েছে।

 

এডিনবরা বিশ্ববিদ্যালয়, স্কটল্যান্ডের জাতীয় সংগ্রহশালা এবং একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে পাথর থেকে ফসিল আলাদা করা হয়েছে। ৫০ বছর ধরে ফসিলটি স্কটল্যান্ডের জাতীয় সংগ্রহশালায় ছিল। এখন বিশেষজ্ঞদের সাহায্যে সেটিকে পূর্ণ রূপ দেওয়া হচ্ছে। প্রত্নজীবাশ্মবিদরা এই ফসিল পরীক্ষা করবেন। গবেষণার মধ্য দিয়ে জুরাসিক যুগ সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যাবে বলে আশা বিশেষজ্ঞদের।