স্যান ফ্রান্সিসকো: বুধবারই প্রকাশিত হয়েছে অ্যাপেল-এর আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস। ভারতের বাজারে অ্যাপেল পরিবারের এই নয়া সদস্য পা রাখতে চলেছে আগামী ৭ অক্টোবর, দাম শুরু ৬০, ০০০ টাকা থেকে।
রুপোলি, সোনালি, রোজ গোল্ড এবং জেট কালো রঙে পাওয়া যাবে আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস। ৩২ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি, এই তিনটি মডেলে পাওয়া যাবে এই আইফোন।
তবে জেট কালো রঙের আইফোনের মডেল পাওয়া যাবে একমাত্র ১২৮ ও ২৫৬ জিবিতে ।
অ্যাপেল-এর নয়া এই আইফোনের অর্ডার নেওয়া শুরু হবে সেপ্টেম্বর ৯ থেকে। আগামী ১৬ তারিখ থেকে ২৫টি দেশে পাঠানো হবে এই ফোন। তারপরের সপ্তাহ থেকে অন্য দেশে পাঠানো শুরু হবে।
নতুন এই আইফোনের মডেলে ইয়ারপড রয়েছে, সঙ্গে লাইটনিং কানেক্টর। এছাড়াও রয়েছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক অ্যাডাপ্টর। তবে এই দুটোই আলাদাভাবেও কেনা যাবে, দাম যথাক্রমে ২,৫০০ টাকা, ৯০০ টাকা।
এছাড়াও অ্যাপেল-এর পক্ষ থেকে বাজারে আনা হয়েছে চামড়া ও সিলিকনের খাপ বা বাক্স, দাম শুরু ২ হাজার ৯০০ টাকা থেকে। আইফোন ৭-এর স্মার্ট ব্যাটারি রাখার বাক্সর দাম ৮, ৯০০ টাকা, পাওয়া যাবে সাদা ও কালো রঙে।
সাড়ে পাঁচ ইঞ্চি স্ক্রিনের আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস ধুলো ও জলনিরোধক। লঞ্চ হওয়া আইফোন ৭-এর রঙ কালো। এটির বাইরের অংশ অ্যালুমিনিয়ামের তৈরি। আইওএস ১০-ই সবচেয়ে উন্নত বলে জানিয়েছে অ্যাপল। এতদিনের প্রচলিত ইয়ারফোনকে বিদায় দিয়ে চালু করা হল নতুন প্রযুক্তির তারবিহীন ইয়ারপড। একবার চার্জ দিলে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে এই ইয়ারপড। আইফোন ৭-এর প্রসেসর সবচেয়ে উন্নত।
আইফোন ৭-এর মতোই আই ওয়াচ ২ নিয়েও আগ্রহ ছিল সবার। এটিতেও একাধিক নতুন সুবিধা পাওয়া যাবে। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নাইকির সঙ্গে অ্যাপল-এর চুক্তির ফলে এই ঘড়ি কিনলেই রানিং ক্লাবের সদস্য হওয়া যাবে। এই ঘড়িতে থাকবে ম্যাপ। এর সাহায্যে বর্তমান ও অতীত অবস্থান জানা যাবে। আই ওয়াচ ২-এ ‘পোকেকন গো’ খেলা যাবে।
ভারতে অ্যাপেল আইফোন ৭, আইফোন ৭ প্লাস আসছে অক্টোবর ৭-এ, দাম শুরু ৬০ হাজার থেকে
Web Desk, ABP Ananda
Updated at:
08 Sep 2016 07:47 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -