নিউ ইয়র্ক: একটি আন্তর্জাতিক পত্রিকার বিচারে বিশ্বের ১০ জন সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির তালিকায় জায়গা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৭৫ জন ব্যক্তির যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে মোদী ছাড়াও ভারতীয়দের মধ্যে আছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি ও মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। মুকেশ আছেন ৩২ নম্বরে এবং নাদেলা ৪০ নম্বরে। হায়দরাবাদে জন্ম হলেও, নাদেলা অবশ্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।


ভারতের প্রধানমন্ত্রীর বিষয়ে ওই পত্রিকার পক্ষ থেকে বলা হয়েছে, ‘গত কয়েক বছরে বিশ্বনেতা হয়ে উঠেছেন মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরকারি বৈঠকে মোদীর গুরুত্ব বেড়ে গিয়েছে। বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতের গ্রামাঞ্চলের কয়েক কোটি মানুষ ক্ষতির মুখে পড়েছেন। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক স্তরে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন মোদী।’



মুকেশের বিষয়ে ওই পত্রিকা বলেছে, ’৪১.২ বিলিয়ন মার্কিন ডলারের মালিক মুকেশ অম্বানি ২০১৬ সালে ফোরজি মোবাইল ফোন পরিষেবা জিও চালু করে ভারতের বাজারে দাম কমানোর লড়াই শুরু করে দিয়েছেন। বিনামূল্যে ভয়েস কল, স্বল্পমূল্যে ডেটা এবং কার্যত বিনামূল্যে মোবাইল ফোন দেওয়ার মাধ্যমে ১৬০ মিলিয়ন গ্রাহক পেয়ে গিয়েছে জিও।’

এই তালিকায় এক নম্বরে চিনের প্রেসিডেন্ট জিনপিং। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন নম্বরে ট্রাম্প। ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ ১৩ নম্বরে, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ১৪ নম্বরে, চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ১৫ নম্বরে এবং অ্যাপলের সিইও টিম কুক ২৪ নম্বরে আছেন।