জালিয়াতির অভিযোগ অস্বীকার ন্যাশনাল জিওগ্রাফিক-খ্যাত শরবতের
Web Desk, ABP Ananda | 28 Oct 2016 07:49 PM (IST)
পেশোয়ার: ন্যাশনাল জিওগ্রাফিক-খ্যাত আফগান মহিলা শরবত গুলা বিবি, জাল পরিচয়পত্র রাখার অভিযোগে যাঁর ঠাঁই হয়েছে পাকিস্তানের জেলে, নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। শরবর গুলার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ১৯৮৪ সালে, যখন ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার ফটোগ্রাফার স্টিভ ম্যাককারির লেন্সে উঠে আসে তাঁর মুখ। সেই সময় ১২ বছরের আফগান বালিকা শরবত ছিলেন আফগানিস্তানের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ আর অর্থনৈতিক হাহাকারের মুখ। এর জেরে তাঁকে ‘মোনালিসা অফ আফগান ওয়ার’ উপাধি দেওয়া হয়। এখন তাঁর বয়স ৪৬। বয়স ঢলেছে, চোখের তীব্রতাও নেই আগের মত। তবু এক ঝলক দেখলেই চিনে ফেলা যায় আশির দশকের সেই কিশোরীকে। পরবর্তীকালে, পাকিস্তানি নাগরিককে বিয়ে করে সেদেশে পাড়ি দেন তিনি। পাক পুলিশ জানিয়েছে, শরবতের পাক-আফগান দু’দেশেরই নাগরিকত্ব রয়েছে। দুটি পরিচয়পত্রই উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে। এদিন বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট মহম্দ জলিলের এজলাসে তাঁকে পেশ করা হয়। সেখানে তিনি জানান, তিনি জালিয়াতি করে পাক পরিচয়পত্র জোগাড় করেননি। শুনানির পর বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন।