লাহৌর: দেশে ফিরতেই গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়ম। আজ ভারতীয় সময় অনুযায়ী রাত ৯.১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবি থেকে লাহৌরের আল্লামা ইকবাল বিমানবন্দরে নামতেই তাঁদের গ্রেফতার করা হয়। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে আবু ধাবি থেকে লাহৌরে আসে বিমান। নওয়াজ ও মরিয়মকে ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।

পানামা পেপার্স কাণ্ডে নাম জড়ানোর পর গত বছর নওয়াজকে বরখাস্ত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে নওয়াজ ও মরিয়মকে গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত। প্রাক্তন প্রধানমন্ত্রীর ১০ বছর এবং তাঁর মেয়ের সাত বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের দুর্নীতি দমন শাখা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর মুখপাত্র নওজিশ আসিম জানিয়েছেন, নওয়াজ ও মরিয়মকে গ্রেফতার করার জন্য বিমানবন্দরে একটি বিশেষ দল হাজির ছিল। গ্রেফতার করার পর হেলিকপ্টারে চড়িয়ে তাঁদের প্রথমে ইসলামাবাদে নিয়ে যাওয়া হয়। সেখানে আদালতে পেশ করার পর তাঁদের আদিয়ালা জেলে নিয়ে যাওয়া হবে।