ইসলামাবাদ: ২৫ জুলাইয়ের নির্বাচনের মু্খে হিংসায় রক্তাক্ত পাকিস্তান। আজ দুটি পৃথক নির্বাচনী জনসভায় শক্তিশালী বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছে প্রায় ২০০। নিহতদের মধ্যে আছেন বালুচিস্তান আওয়ামি পার্টির নেতা সিরাজ রাইসানি। বালুচিস্তানের মাস্তাং এলাকায় তাঁর সভাকে নিশানা করে হামলা করে সন্ত্রাসবাদীরা। জখম অবস্থায় কোয়েটায় নিয়ে যাওয়ার সময় রাস্তায় তিনি মারা যান বলে জানিয়েছেন জেলার পুলিশ অফিসার মহম্মদ আয়ুর আচাকজাই।
নিহত এই নেতা হলেন বালুচিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাব আসলাম রাইসানির ভাই। কী ধরনের হামলা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। গোয়েন্দা সংস্থাগুলি জানার চেষ্টা করছে মানববোমা হামলা হয়েছে কিনা। প্রথমে মৃতের সংখ্যা বেশি ছিল না। পরে একে একে প্রচুর লোককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে বেশিরভাগেরই মৃত্যু হয়।

বম্ব ডিজপোজাল স্কোয়াড নিশ্চিত, আত্মঘাতী বিস্ফোরণই হয়েছে। ১৬-২০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। কোয়েটার সব হাসপাতালে ইমার্জেন্সি জারি করা হয়েছে।

এর আগে হামলা চলে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের মুত্তাহিদা মজলিস আমলের নেতা আক্রম খান দুরানির এক সভায়। বান্নু এলাকার ওই সভায় বিস্ফোরণ হয়। মারা যায় ৫ জন। জখম ৩৭ জন। দুরানি অবশ্য অক্ষত রয়েছেন।

দুটি হামলার কোনওটির ক্ষেত্রেই কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি।