ইসলামাবাদ: হোলি উৎসব উপলক্ষে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রয়াদের মানুষকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি এক বার্তায় বলেছেন, হোলি উৎসবের মাধ্যমে বসন্তের আবির্ভাব হয়। এই সময় থেকেই ঋতু পরিবর্তন বোঝা যায়। আশা করা যায়, আবহাওয়া পরিবর্তনের মতোই সমাজে শুভ পরিবর্তনের বার্তা দেবে হোলি। এই উৎসবের মাধ্যমে উন্নত ভবিষ্যৎ এবং আশার সঞ্চার হবে।


হোলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষা করারও প্রতিশ্রুতি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। তিনি স্বীকার করেছেন, জঙ্গি কার্যকলাপের ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। তবে ইসলামের শিক্ষা এবং সংবিধানের মাধ্যমে দেশের সব নাগরিকের সমানাধিকার নিশ্চিত করা হবে। কোথাও বৈষম্য থাকবে না।