ইসলামাবাদ ও লন্ডন: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ কি ক্যান্সারে আক্রান্ত? অন্তত এমনটাই দাবি করছে সেদেশের সংবাদমাধ্যম।
ইংল্যান্ডের চিকিৎসকদের উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যম জানিয়েছে, নওয়াজ শরিফের ঘরণীর গলায় ক্যান্সার হয়েছে। পানামা পেপার্স মামলায় জড়িয়ে যাওয়ার পর পাক সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২৮ জুলাই প্রধাননমন্ত্রিত্ব এবং সাংসদপদ খোয়ান নওয়াজ।
এরপর লাহোরের এনএ-১২০ আসনে নওয়াজের জায়গায় মনোনয়ন জমা দেন কুলসুম। পাক সংবাদমাধ্যমের দাবি, কয়েকদিনের মধ্যেই চিকিৎসা শুরু হওয়ার কথা তাঁর। যে কারণে, মনোনয়নপত্র স্ক্রুটিনির সময়ই শারীরিক পরীক্ষার জন্য লন্ডনে যান ষাটোর্ধ্ব কুলসুম।
সূত্রের খবর, চিকিৎসকরা জানিয়েছেন, কুলসুমের চিকিৎসা সম্ভব। তিনি সম্পূর্ণ নিরাময় হতে পারেন। জানা গিয়েছে, মায়ের অনুপস্থিতিতে নির্বাচনী প্রচার চালাবেন নওয়াজ-কন্যা মারিয়ম।