নয়াদিল্লি: মহাকাশবিদ্যা নিয়ে বিশেষ গবেষণার জন্য ২০১৯ সালের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন তিনজন। বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিতত্ত্ব নিয়ে তাত্ত্বিক আবিষ্কারের জন্য জেমস পিবলস। অন্যদিকে, আমাদের ‘মিল্কি ওয়ে’ বা আকাশগঙ্গা ছায়াপথে সূর্যের মতো আয়তনের একটি তারার চারপাশে প্রদক্ষিণ করা পৃথিবী-সদৃশ গ্রহ আবিষ্কারের জন্য যুগ্মভাবে এই পুরস্কার পাচ্ছেন মিশেল মেয়র ও দিদিয়ে কালোজ।
মঙ্গলবার, এই পুরস্কারের কথা নোবল সংস্থার সরকারি টুইটারে ঘোষণা করেন রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর মহাসচিব গোরান কে হ্যান্সন। সেখানে বলা হয়েছে, মিশেল মেয়র ও দিদিয়ের কালোজ জ্যোতির্বিজ্ঞানে এক দিগন্ত সৃষ্টি করেছেন।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে অন্য ছায়াপথে থাকা ‘৫১-পেগাসি’ নামে একটি পৃথিবী-সদৃশ গ্রহকে আবিষ্কার করেন এই দুজন। সেই ইস্তক আকাশগঙ্গা ছায়াপথ বা তার বাইরে প্রায় ৪ হাজার পৃথিবী-সদৃশ গ্রহ আবিষ্কৃত হয়েছে।
অন্যদিকে, জেমস পিবলস গোটা বিশ্বব্রহ্মাণ্ড ও তাঁর সৃষ্টি -- এই নিয়ে উদ্ভাবনী ও যুগান্তকারী তাত্ত্বিক আবিষ্কার করেন। বিগ ব্যাং থেকে শুরু করে আজ-- কীভাবে বিশ্বব্রহ্মাণ্ডের বর্তমান গঠন সৃষ্টি হল, সেই নিয়ে তাত্ত্বিক খোঁজ দিয়েছেন জেমস পিবলস।