বানা জানিয়েছে, সে বড় হয়ে ফের আলেপ্পোয় ফিরতে চায় শিক্ষক হিসেবে। তার লক্ষ্য সেখানকার শিশুদের মধ্যে থেকে যুদ্ধের স্মৃতি মুছে দিয়ে শিক্ষার আলো প্রসার করা। তাই শিক্ষিকা হতে চায় ছোট্ট বানা। আলেপ্পো থেকে তুরস্কে এসে সেখানকার প্রেসিডেন্ট তাইপ এর্ডোগানের সঙ্গে দেখা করে বানার পরিবার। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে তুরস্ক।
প্রসঙ্গত, ছোট্ট বানা টুইটারের মাধ্যমে আলেপ্পোয় তাদের জীবন সম্পর্কে সারা দুনিয়াকে জানিয়ে ছিল। বানা বই পড়তে খুব ভালবাসে। তার সেই ভালবাসায় স্বীকৃতি দিয়ে হ্যারি পটারের লেখিকা বানাকে অনলাইনে হ্যারি পটার-এর সিরিজ পাঠিযে ছিলেন। তার সেই পড়ার ঘর সে সবাইয়ের সঙ্গে ভাগ করেও নিয়েছিল। কিন্তু সেনা আক্রমণের মুখে বানার স্কুল, বাগান, পড়ার ঘর সবকিছু আজ ধূলোয় মিশে গেছে। সেই সবকিছুকে মনে মণিকোঠায় স্মৃতি করে রেখে ফের শিক্ষিকা হয়ে জ্ঞানের আলো নিয়ে একদিন আলেপ্পোয় ফিরতে চায় বানা।
এই সংক্রান্ত আরও খবর পড়তে এখানে ক্লিক করুন
যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোর জীবন কেমন, টুইটারে বর্ণনা সাত বছরের সিরিয়ার নাবালিকার
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে পরিস্থিতি বর্ণনা, সেনা-আক্রমণের মুখে শেষ টুইটে বিশ্বকে ‘গুডবাই’ জানাল বানা