করাচি: কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তুলে তুমুল সমালোচিত শাহিদ আফ্রিদির নিশানায় এবার আইপিএল। আমার আইপিএল খেলার দরকার নেই। ওরা আমায় ডাকলেও ইন্ডিয়ান লিগে খেলব না, বলেছেন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার। পাক মিডিয়াকে তিনি বলেছেন, আইপিএলকে ধিক্কার দিই। সেদিন বেশি দূরে নয়, যখন পাকিস্তান সুপার লিগ আইপিএলের চেয়ে বেশি সফল হবে। কোনওদিন আইপিএলে আগ্রহ ছিলও না, এখনও নেই।





দিনকয়েক আগেই কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৩ সন্ত্রাসবাদীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে ভারতের নানা মহলের বিরাগভাজন হন তিনি। তাঁর দাবি, ভারত কাশ্মীর দখল করে রেখেছে, সেখানে অত্যাচার করছে ভারতীয় বাহিনী। কেন রাষ্ট্রপুঞ্জ ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলি সেখানে রক্তপাত ঠেকাতে কিছু করছে না, জানতে চান তিনি। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, গৌতম গম্ভীর, কপিল দেবের মতো নামী ক্রিকেটাররা মু্খের মতো জবাব দেন তাঁকে।

আজ সেই দলে যোগ দিয়ে শিখর ধবনও একহাত নেন আফ্রিদিকে। ট্যুইট করেন, আগে নিজের দেশকে বদলাও। নিজের চরকায় তেল দাও। আমরা আমাদের দেশের জন্য যা করছি, সেটাই ভাল। সামনের দিনে কী করতে হবে, তাও জানি। তা নিয়ে তুমি বেশি মাথা ঘামিও না!





যদিও কটাক্ষ, বিদ্রূপে অবস্থান বদলাতে নারাজ আফ্রিদি। তিনি বলেছেন, কাশ্মীর প্রসঙ্গে আমার বক্তব্যে অটল রয়েছি। ভারতীয় মিডিয়ার ভূমিকা নেতিবাচক। এজন্যই ভারত-পাকিস্তান সম্পর্ক কখনই ভাল হয় না।

আফ্রিদি এও বলেন, আমাকে পাকিস্তানি গুপ্তচর এজেন্সির চর বলা হচ্ছে। খেলোয়াড় না হলে পাক সেনাবাহিনীতেই যোগ দিতাম। আমার দেশে সেনার কাজে আমি গর্বিত। আমিও পাক সেনার জওয়ান।