নয়াদিল্লি: বিজেপি নেতার মন্তব্যের জেরে ঘরে-বাইরে প্রবল চাপে ভারত সরকার। একটি অনুষ্ঠানে মহম্মদকে (Prophet Muhammed) নিয়ে মন্তব্যের জেরে শুরু হয়েছে বিতর্ক। গোটা ঘটনার সমালোচনা করে দলের নেতাদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নিয়েছে বিজেপি। যদিও তাতে পরিস্থিতি ঠান্ডা হয়নি। এই ঘটনার পর দলের মুখপাত্র নুপূর শর্মাকে (Nupur Sharma) সাসপেন্ড এব নেতা নবীন জিন্দলকে বহিষ্কার করেছে বিজেপি। 


মুসলিম বিশ্বের একাধিক দেশ প্রবল সমালোচনা করেছে এই ঘটনার। ইতিমধ্যেই কুয়েতে একটি শপিং মলে ভারতীয় পণ্য বয়কট করা হয়েছে। অসন্তোষের একই ছবি আরও কিছু দেশে। সরকারি তরফেও বিবৃতি জারি করা হয়েছে।


কোন কোন দেশের প্রতিবাদ:
কুয়েত (Kuwait), ইরাক, ইরান, সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরশাহি (UAE), জর্ডন, লিবিয়া, বাহরিন, মালদ্বীপ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া এই মন্তব্যে কড়া সমালোচনা করে বার্তা দিয়েছে। এমনকী ভারত সরকারের তরফে ক্ষমাপ্রার্থনা চাওয়া হয়েছে। Organisation of Islamic Cooperation (OIC) এই মন্তব্যের কড়া সমালোচনা করে ইউনাইটেড নেশনের তরফে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। ভারতে যাতে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত থাকে তা দেখার অনুরোধ করা হয়েছে।  ভারত সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, এই মন্তব্য ভারত সরকার সমর্থন করে না। ভারত সরকারের ধ্যানধারণার পরিপন্থী এই উক্তি। 


ইসলাম বিরোধী মন্তব্যের প্রতিক্রিয়ায় কুয়েতে ইতিমধ্যেই অল-আর্দিয়া কো-অপারেটিভ সোসাইটির কর্মীরা ভারতীয় চা স্তূপ করে রাখেন ট্রলিতে। নরেন্দ্র মোদির দলের একজন মুখপাত্রের মন্তব্যকে একযোগে ধিক্কার জানিয়েছে একাধিক দেশ। এর পাশাপাশি প্রতিবাদ জানায় কাইরোর অল আজহার বিশ্ববিদ্যালয়। কুয়েত শহরের বাইরে সুপার মার্কেটে চালের বস্তা, মশলা ও মরিচের তাকগুলো প্লাস্টিকের চাদরে ঢেকে ফেলা হয়। আরবিতে লেখা: "আমরা ভারতীয় পণ্য সরিয়ে দিয়েছি"। সংবাদ সংস্থা এএফপি-কে স্টোরের সিইও নাসির অল মুতাইরি জানান, কুয়েতি মুসলিম হিসেবে আমরা মহম্মদের অপমান সহ্য করব না। 


আরও পড়ুন: মহম্মদকে নিয়ে মন্তব্যের জের, ভারতীয় পণ্য বিক্রি বন্ধ করল কুয়েতের সুপারমার্কেট