ওয়াশিংটন: ভারত ও পাকিস্তানের উচিত পরমাণু অস্ত্রসম্ভার কমানো। উপদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের।

এদিন ওয়াশিংটনে দুদিন ব্যাপী পরমাণু নিরাপত্তা সম্মেলনের শেষে মার্কিন প্রসিডেন্ট বারাক ওবামা বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারত ও পাকিস্তানকে নিশ্চিত করতে হবে যে তারা নিজেদের সামরিক নীতির পরিবর্তন করবে। পরমাণু অস্ত্রসম্ভার কমাবে। এটা তাদের করে যেতে হবে।

তবে, ওবামা এ-ও স্বীকার করেন যে, বিশ্বকে পথ দেখানোর আগে নিজেদের সেই পথে চলাটা জরুরি। তিনি জানান, সবার আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া— যাদের কাছে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র মজুত রয়েছে, নিজেদের পারমাণবিক অস্ত্রসম্ভার না কমিয়ে আনছে, ততদিন অন্যদের বলা যাবে না।

তবে এদিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, তবে ভারতকে নয়, বিশ্বের ভয় রয়েছে পাকিস্তান ও উত্তর কোরিয়াকে নিয়ে। তিনি বলেন, পাকিস্তান যে হারে নিজেদের পারমাণবিক অস্ত্রসম্ভার বাড়িয়ে চলেছে, তা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, এর আগেও পাকিস্তানকে পরমাণু অস্ত্রসম্ভার কমানোর আর্জি জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। একইভাবে ওবামা জানান, উত্তর কোরিয়ার পরিস্থিতি নিয়েও সকলেই ভীষণই উদ্বিগ্ন।

এদিকে, এই সম্মেলনেই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরমাণু নিরাপত্তা ও পরমাণু অস্ত্রপ্রসার রোধে বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেন। সেই পরিকল্পনায় যেমন থাকছে পরমাণু সন্ত্রাস রোধ করতে বিশেষ প্রযুক্তির ব্যবহার। তেমনই পরমাণু- অস্ত্র চোরাচালান রোধ করার ওপরও বিশেষ নজরদারি চালানো হবে।